অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে বিরাটের কথা শুনছেন নির্বাচকরা।প্রশ্ন তুললেন গাভাসকর

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপে ভালো ফর্মে থাকলেও সেমিফাইনাল থেকে ভারতীয় দলের বিদায় নেওয়ার পর এবার শুরু হতে চলেছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। তাও ইন্ডিজ সফরে টিটোয়েন্টি, একদিনের ম্যাচ ও টেস্টের জন্য অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে নির্বাচন করেছে এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন কমিটি। এই সফরেও দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। নির্বাচকদের এমন সিদ্ধান্তে হতবাক সুনীল গাভাসকর। তাঁর বক্তব্য,যেখানে দীনেশ কার্তিক, কেদার যাদবরা খারাপ খেলার জন্য বাদ পড়লেন, সেখানে দলকে ফাইনালে পৌঁছতে না পেরেও অধিনায়ক হিসেবে নিজ দায়িত্বে টিকে গেলেন বিরাট। অধিনায়ক নির্বাচন নিয়ে নির্বাচকরা একটা আনুষ্ঠানিক বৈঠক করতে পারতেন বলেও অভিমত তার।

একটি ইংরেজি দৈনিকে গাভাসকর লিখেছেন, “অধিনায়ক নির্বাচন নিয়ে কোনও বৈঠক ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন করে ফেললেন নির্বাচকরা। প্রশ্ন উঠছে, নির্বাচক কমিটি অধিনায়ক নির্বাচন করছে নাকি বিরাটের ইচ্ছায়।যত দূর জানি বিশ্বকাপ পর্যন্ত বিরাটকে অধিনায়ক করা হয়েছিল। তারপর তো অন্তত একটা ৫ মিনিটের বৈঠক করে তাঁকে পুনর্নির্বাচিত করতে পারতেন নির্বাচকরা।”
শুধু এটুকুই নয়, কোহলির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাসকর। দল নির্বাচন নিয়ে নিজের মতামত দিতে বৈঠকে ডাক পেলেন কোহলি। কিন্তু তাঁর নির্বাচন নিয়ে কোনও বৈঠক হল না। বার্তাটা গেল, খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়লেন কেদার যাদব, দীনেশ কার্তিকরা। প্রত্যাশার চেয়ে খারাপ ফল করেছেন বিরাট, দল ফাইনাল পর্যন্ত পৌঁছয়নি। অথচ টিকে গেলেন বিরাট কোহলি।    তবে  বিসিসিআই সূত্রে খবর পাওয়া যায়, তিন ধরনের ক্রিকেটে আলাদা অধিনায়ক রাখার ভাবনাচিন্তা করছেন নির্বাচকরা।শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি কি হতে চলেছে তা জানা যাবে কয়েকদিনেই।

সম্পর্কিত খবর