সশরীরে তৃণমূলে ফিরছেন সুনীল মণ্ডল, সংসদে ত্রিপুরা নিয়ে বিক্ষোভে হলেন শামিল

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনের ঠিক আগে মেদিনীপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সাংসদ সুনীল মণ্ডল। এমনকি পূর্ব বর্ধমানের এই সংসদ এবং শুভেন্দু পিতা শিশির অধিকারীর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে ফোনও করেছিলেন বরিষ্ঠ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি এও বলেছিলেন, ওনাদেরকেই জিজ্ঞেস করে দেখুন না ওনারা কোন দল করেন।

কিন্তু এবার কার্যত সমস্ত হিসেব ওলট-পালট হয়ে গেল দিল্লিতে। কিছুদিন আগেই সকলকে অবাক করে সুনীল মণ্ডল বলেছিলেন, ‘আমি তো তৃণমূলেই আছি।’ যেন মেদিনীপুরের যোগদান সভার কথা ভুলেই গেছেন তিনি। এবার সংসদের সামনে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলার বিরুদ্ধে আজ সংসদে বিক্ষোভ দেখাবে তৃণমূল এই কর্মসূচী জানা ছিল সকলেরই। কিন্তু শতাব্দী রায়, কল্যাণ ব্যানার্জিদের পিছনে যে দেখা যাবে সুনীল মণ্ডল কেউ তা কি কেউ ভাবতে পেরেছিল?

   

অবাক করা হলেও এমন এক এমনই ছবি দেখা গেল গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের বিক্ষোভ সমাবেশে। মুখের কালো মাস্ক থাকলেও চিনে নিতে একটুও কষ্ট হলো না পূর্ববর্ধমানের সাংসদকে। শুধু তাই নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সাথে গলা তুলে বিজেপির বিরুদ্ধে সুরও চড়ালেন তিনি। ডিসেম্বরে তিনি যে বিজেপির হাত ধরে ছিলেন, এই ছবি দেখলে সে কথা কে বলবে?

TMC,Sunil Mondal,BJP,loksava,west Bengal,tripura,তৃনমুল,বিজেপি,সুনীল মন্ডল,লোকসভা,ত্রিপুরা,পশ্চিমবঙ্গ

প্রসঙ্গত উল্লেখ্য, সাংসদ পদ যাবার ভয়েই হঠাৎই বোধোদয় নাকি, পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা অবশ্য এখনও জানা যায়নি। তবে আজ এই ছবিতে রীতিমতো সকলকে হতবাক করে দিয়েছে তা বলাই বাহুল্য। অনেকেই রসিকতা করে গুনগুন করছেন বাংলা ব্যান্ডের সেই বিখ্যাত গান, ‘ডান দিকে রইনা, আমি বাম দিকে রইনা, আমি দুই দিকেতেই রই…।’ তবে সুনীল মন্ডলের এটাই পছন্দের গান কিনা, তা বলে দেবে সময়ই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর