কঠিন ওমানের বিরুদ্ধে সুনীলদের বাড়তি চিন্তা আবহাওয়া।

আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করার সাথে সাথে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের নক আউটে যাওয়ার আসা প্রায় শেষ হয়ে গেছে ভারতীয় ফুটবল দলের। চারটে ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি ভারত। চার ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট সংগ্রহ করে অনেকটাই পিছিয়ে পড়েছে সুনীল ছেত্রী নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু এখনও হাল ছাড়তে নারাজ তারা। আর তাই ইগর স্যিম্যাচের দল আগামীকাল ওমানের বিরুদ্ধে ম্যাচে জয় দিয়ে নক আউটে যাওয়ার শেষ চেষ্টা করতে মরিয়া হয়ে রয়েছে।

আর তাই আফগানিস্তানের সাথে খেলার পরে শনিবারই দুবাই থেকে মাসকটে ফিরেছে ভারতীয় দল এবং সেখানে ফুটবলারদের হালকা অনুশীলন করান সেই সাথে আফগানিস্তান ম্যাচের ক্লান্তি দূর করার চেষ্টা করেন। দুশানবে 10 ডিগ্রির নিচে তাপমাত্রায় খেলেছে ভারত তারপর হঠাৎই মাসকটে 25 ডিগ্রির বেশি তাপমাত্রায় খেলতে হচ্ছে তাই এই মুহূর্তে আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ায় ভারতীয় দলের কাছে বড় চ্যালেঞ্জ।

ভারতীয় কোচ ইগর স্টিমার জানিয়েছেন পরপর দুটি আওয়ে ম্যাচ খেলা এমনিতেই কঠিন তার ওপর সম্পূর্ণ ভিন্ন আবহাওয়াই দুটি ম্যাচ খেলতে হচ্ছে। এক জায়গায় প্রচন্ড ঠান্ডা তো অন্য জায়গায় প্রচন্ড গরম। তাই এই ম্যাচ খেলতে যে ভারতীয় দলের বেশ অসুবিধা হচ্ছে সেটা বোঝাই গেল কোচের কথায়।

এছাড়াও ইগর ইস্টিমার জানিয়েছেন গুয়াহাটিতে যে ওমানের বিরুদ্ধে আমরা খেয়েছিলাম এখন সেই ওমান আরো বেশি নিজেদের গুছিয়ে নিয়েছে। ফলে এই ম্যাচ ভারতের পক্ষে বেশ কঠিন হতে চলেছে সেটা বলাই বাহুল্য। কিন্তু যে করেই হোক ওমানের বিরুদ্ধে এই ম্যাচে পয়েন্ট চাইই। তাই স্টিমার চেষ্টা করছেন ফুটবলারদের মানসিকভাবে আরও বেশি দৃঢ় এবং শক্তিশালী করে তুলতে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর