মন্ত্রীর ছেলেকে শিক্ষা দেওয়া সুনীতা যাদব বললেন, আমি ইস্তফা দিয়েছি এবার IPS অফিসার হয়েই ফেরত আসব

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটে (Gujarat) ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) সরকারের এক মন্ত্রীর ছেলে লকডাউন লঙ্ঘন করাকে কড়া হাতে দমন করা পুলিশ কনস্টেবল সুনীতা যাদব (Sunita Yadav) বললেন, আমি লেডি সিঙ্ঘম না। জদাব বলেন, আমি ইস্তফা দিয়ে দিয়েছি আর এবার IPS হয়েও ফেরত আসব। উনি বলেন, আমি একজন সাধারণ এলআর আধিকারিক, আমি কোন লেডি সিঙ্ঘম না। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। সবাই এরকম বলছে কারণ তাঁরা কোন পুলিশকর্মীকে এরকম করতে দেখেনি, যদিও তাদের প্রতিক্রিয়া আমার খুব ভালো লেগেছে।

   

উনি বলেন, ‘প্রথমে আমি ভাবতাম যে পুলিশের উর্দিতে অনেক শক্তি আছে। এই ঘটনা বুঝিয়ে দিলো যে, শক্তি পদের হয়, উর্দির না। এরজন্য আমি IPS অফিসার হতে চাই আমি। আমি এবার বড় পদ নিয়ে ফেরত আসতে চাই। এই সমস্যা খুব সহজেই মিটিয়ে নেওয়া যেত, কিন্তু এটিকে চুইংগামের মতো টেনে টেনে বড় করা হয়, আর এর প্রধান কারণ হল আমি কোন বড় অফিসার না।”

উনি বলেন, ‘এমার্জেন্সিতে কার্ফুর সময় যাতায়াতের অনুমতি আছে, কিন্তু মন্ত্রীর ছেলের কাছে কোন কারণ ছিল না। সে আমার কাছে ক্ষমা চেয়েছিল ঠিকই, কিন্তু আমি তাঁকে কোন সাজা না দিয়ে হেঁটে দিইনি। কারণ আইন অনুযায়ী আমার কিছু করার দরকার ছিল। আমার কাছে চালান অথবা স্লিপ ছিল না, তাই আমি ভাবলাম আইন অনুযায়ী কিছু বকা-ঝকাই ঠিক থাকবে।”

একদিকে সুনীতা দাবি করছেন যে, তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। আরেকদিকে, সুরাট পুলিশ কমিশনার আরবি ব্রক্ষভট্ট জানাচ্ছেন যে, ‘উনি ইস্তফা দেন নি। জিজ্ঞাসাবাদ এখনো চলছে। নিয়ম অনুযায়ী এখন উনি ইস্তফা দিতে পারবেন না।” সংবাদসংস্থা PTI অনুযায়ী, যাদব বলেছেন যে, ‘কোন উচ্চপদস্থ অফিসার আমাকে সাহায্য করেনি, তাই আমি ইস্তফা দিয়ে দিয়েছি। আমি একজন কনস্টেবল হিসেবে নিজের দায়িত্ব পালন করছিলাম। এটা আমাদ্র সিস্টেমের দোষ যে, মন্ত্রীর ছেলেরাও নিজেকে ভিভিআইপি ভাবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর