জেনে নিন সানি লিওনির জীবন সম্পর্কিত কিছু অজানা তথ্য

বর্তমানে বলিউড অভিনেত্রী হিসেবে বেস ক্ষ্যতি লাভ করেছেন সালি লিওনি। বহু ছবিতে অথিতি হিসেবে অভিনয় করেছেন তিনি। এছাড়া নিজের নৃত্যের তালেও বহু দর্শক কে মুগ্ধ করেছেন তিনি। ১৩ মে ১৯৮১ সালে জন্ম গ্রহন করেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আসল নাম কারানজিত কর যদিও সেই নামের থেকে তাকে সানি লিওনি হিসেবেই বেশই মানুষ চেনেন। কেবল অভিনেত্রী হিসেবেই নয় মডেল হিসেবেও প্রক্ষ্যত তিনি। সানি লিওনির বলিউডে অভিনয়ের সূত্রপাত হয় ২১২ সালে মুক্তিপ্রাপ্ত জিন্ম সিনেমার পরবর্তি পর্যায় জিস্ম ২ এর মাধ্যমে। তবে বর্ত্মানে তিনি বহু ছবিতেই অতিথি হসেবে অভিনয় করেছেন, তিনি শেষ অভিনয় করেছেন ২০১৯ সালে মুক্তি পাওয়া মালায়ালাম সিনেমা মাধুরা রাজা তে।

২০১১ সালে অভিনেত্রী সানি লিওনি বিয়ে করেন সঙ্গীতবাদক  ডানিয়েল ওয়েবের কে। বর্তমানে এই যুগলের ৩ টি সন্তান রয়েছে। কেবল অভিনয় জীবন ছাড়াও অভিনেত্রীর রোমাঞ্চ পছন্দ। তাই সেই রোমাঞ্চের খোঁজেই তিনি ভারতীয় টি ভি সিরিজ বিগ বসে অংশ গ্রহন করেন । এছাড়াও এম টিভির একটি সিরিজ স্প্লিটসভিলার সঞ্চালনাও করেছেন।

71836815

এছাড়া সানি লিওনি বহু সোশ্যাল কাজের সাথেও যুক্ত । আমেরিকা এবং কানাডার নাগরিকত্ব প্রাপ্ত এই অভিনেত্রী লস এঞ্জেলসের একটি হাফ ম্যারাথন এ অংশ নেন ক্যান্সার থেকে মুক্তির জন্য টাকা তোলার মতো একটি মহৎ উদ্দ্বেশ্য নিয়ে। প্রাক্তন পর্নোগ্রফির এক পরিচিত মুখ হিসেবে তার সূত্রপাত ঘটলেও বর্তমানে তিনি লেখিকা হিসেবেও নিজস্ব বিকাশ ঘটাতে শুরু করেছেন। তিনি বহু ছোটো গল্প এবং ই-বুকের লেখিকা।

১৮ বছর বয়েসে তিনি নিজের মধ্যে উভলিঙ্গের কিছু লক্ষণ খুঁজে পান। ২০১৭ সালে সানি লিওনি তার প্রথম সন্তানটি দত্তক নেন এবং ২০১৮ সালে তিনি নিজে দুটি সন্তানের জন্ম দেন। তারা ছেলে মেয়ের নাম রাখেন – নিশা কর, আসের সিং ওয়েবের এবং নোয়া সিং ওয়েবের।  পার্শিক রোল এবং অভিনেত্রী হিসেবে তার প্রাপ্ত পুরস্কারের সংখ্যা তার অভিনয়ের চিত্র আমাদের সামনে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে।

সম্পর্কিত খবর