পরিচয় জাল করে প‍্যান কার্ড দিয়ে টাকা ধার, জালিয়াতির শিকার সানি লিওন

বাংলাহান্ট ডেস্ক: জালিয়াতির শিকার হলেন প্রাক্তন পর্ন তারকা সানি লিওন (Sunny Leone)। তাঁর প‍্যান কার্ড ব‍্যবহার করে এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তি টাকা ধার নিয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় টুইট করে আর্থিক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সানি।

বৃহস্পতিবার টুইটে গুরুতর অভিযোগ করেন ‘বেবি ডল’। তিনি দাবি করেন, তাঁর পরিচয় ব‍্যবহার করে তাঁরই প‍্যান কার্ডের মাধ‍্যমে ২ হাজার টাকার ঋণ নিয়েছেন এক ব‍্যক্তি। টাকার অঙ্কটা কম হলেও বিষয়টাকে একেবারেই হালকা ভাবে নিতে রাজি নন সানি।


অভিনেত্রী জানান, তিনি আর্থিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু সমস‍্যার সমাধান হওয়া তো দূর, সুন্দরী সানিকে সাহায‍্যও করেনি ওই সংস্থা। তবে খুব বেশি ঝক্কি পোহোতে হয়নি অভিনেত্রী। একাধিক শেয়ার ব্রোকিং সংস্থা সানির সাহায‍্যে ঝাঁপিয়ে পড়েন। সমস‍্যার সমাধানও হয়। তবে কে তাঁর সঙ্গে এই জালিয়াতি করল তা এখনো পর্যন্ত জানতে পারেননি সানি।

মাস দুয়েক আগে ‘মধুবন’ মিউজিক ভিডিওর জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সানি লিওন। মিউজিক ভিডিওতে শ্রীকৃষ্ণ ও রাধার পবিত্র প্রেম লীলাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মধ‍্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিন দিনের মধ‍্যে ভিডিও না সরালে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।

 

সানি লিওন এবং সুরকার সাকিব তোশির বিরুদ্ধে কটাক্ষ হেনে বিজেপি মন্ত্রী স্পষ্ট বলেন, “কিছু মানুষ সমানে হিন্দুদের ধর্মাবেগে আঘাত হেনে চলেছেন। রাধার জন‍্য মন্দির রয়েছে। আমরা তাঁর কাছে প্রার্থনা করি। সাকিব তোশি তাঁর ধর্ম নিয়ে গান বানাতেই পারেন। কিন্তু এই ধরনের গান আমাদের আঘাত করে। তিন দিনের মধ‍্যে ভিডিওটি সরানো না হলে আমি আইনি পদক্ষেপ নেব।”

এরপরেই সারেগামার তরফে বিবৃতি জারি করে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনাবলী এবং নাগরিকদের ভাবাবেগের কথা ভেবেই মধুবন মিউজিক ভিডিওতে গানটির নাম এবং কথা বদলে দেবেন তারা। পুরনো মিউজিক ভিডিওটি সরিয়ে নতুন মিউজিক ভিডিও আনবেন তারা। সেই মতো কথা বদলে নতুন মিউজিক ভিডিও আনা হলে বিক্ষোভ শান্ত হয়। তবে বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি সানি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর