বিনা হিংসায় প্রতিরোধ হোক, জেএনইউ কাণ্ডে মন্তব্য সানি লিওনের

বাংলা হান্ট ডেস্কঃ দীপিকা পাড়ুকনের পর জেএনইউ কাণ্ডে সোচ্চার হলেন এবার বলিউডের অন্যতম লাস্যময়ী নায়িকা সানি লিওন(Sunny Leone) । দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে তার প্রতিবাদে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকন । সেই পথেই এবার সরব হলেন বলি অভিনেত্রী সানি লিওন ।

   

তিনি বলেছেন, কোনও হিংসাত্মক ঘটনা না ঘটিয়ে সমস্যার সমাধান করা উচিত্ । হিংসা বর্তমানে গোটা দেশে একটি বড় ইস্যু হয়ে উঠেছে । তিনি বলেন, ‘ আমি হিংসায় বিশ্বাস করি না । হিংসা, মারামারি ছাড়াও এই ঘটনার সুরাহা করা যেতে পারে ।‘ এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে জেএনইউ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন বলিউডের এই হিরোইন ।

দীপিকা, সোনাক্ষির পর সানি লিওনের মুখে জেএনইউ নিয়ে প্রতিবাদের সুর শোনা গেল এদিন । তিনি অনুরোধ জানিয়েছেন, হিংসা-প্রতিহংসা বন্ধ করে  সমাধান বের করা হোক । একটা বিশ্ববিদ্যালয়ে যেটা কখনই কাম্য নয়, সেটাই ঘটেছে । যাঁরা আহত হওয়ার নয়, তাঁরাই আহত হয়েছে । এরপর যুব সম্প্রদায় নিজেদেরকে পৃথিবীর কোথাও নিরাপদ আর মনে করতে পারবে না ।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যের দিকে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে দুষ্কৃতীদের হামলা চলে । রড-লাঠির আঘাতে মাথা ফেটে যায় বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশি ঘোষের । এই ঘটনায় অভিযোগ উঠেছে এবিভিপি-র ছাত্রদের বিরুদ্ধে । ঘটনার পরপরই অভিনেত্রী দীপিকা পাড়ুকন বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে ঐশির পাশে দাঁড়ান । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন । ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করা হয়েছে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর