fbpx
টাইমলাইনবিনোদন

‘হট’ সুইমসুটে পুলের জলে উষ্ণতার পারদ চড়াচ্ছেন সানি, দেখুন ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন (Sunny Leone)। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি। বলিউডে তিনি পরিচিত বেবি ডল নামে। খুব কম সময়ের মধ্যেই বলিউডে জাঁকিয়ে বসেছেন সানি লিওন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে রয়েছে একাধিক ছবিও।
তবে এখন বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনও কাজ নেই সানির। কারন বাইরে চলছে করোনা আতঙ্ক। মানুষ যাতে সামাজিক দূরত্ব মেনে চলে তার জন‍্য গোটা দেশেই ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সবই। তাই তারকারাও ঘরে বসে বুঁদ হয়েছেন পুরোনো স্মৃতিচারনে।


অতিসম্প্রতি এমনই পুরোনো একটি ছবি শেয়ার করেছেন সানি। আর সেই ছবি দেখেই রাতের ঘুম ছুটেছে নেটিজেনদের। একটি পুরোনো ফটোশুটের ছবি শেয়ার করেছেন সানি। ক‍্যাপশনেই তিনি জানিয়েছেন এই ছবিটি ডাবু রত্নানির তোলা। ছবিতে দেখা যাচ্ছে একটি নীল সুইমসুট পরে পুলের জলে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। গ্রীষ্মের আগমনের সময় থেকেই যে তিনি বেশ উপভোগ করছেন সে কথাই প্রকাশ পেয়েছে তাঁর ক‍্যাপশনে।

ইতিমধ‍্যেই ৩ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে সানির ছবিতে। গৃহবন্দি থাকার সময় এই ছবিগুলোই যে অনুরাগীদের জন‍্য সানির উপহার তা স্পষ্টই বোঝা যায়। নেটিজেনরাও বেশ খুশি অভিনেত্রীকে এই অবতারে দেখে।

Back to top button
Close
Close