কোয়ারেন্টাইনে মুড চেঞ্জ! সানি লিওন পোস্ট করেই যাচ্ছেন একের পর এক হট ছবি

বাংলাহান্ট ডেস্ক: নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন (Sunny Leone)। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি। বলিউডে তিনি পরিচিত বেবি ডল নামে। খুব কম সময়ের মধ্যেই বলিউডে জাঁকিয়ে বসেছেন সানি লিওন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে রয়েছে একাধিক ছবিও।

Sunny Leone 2
তবে এখন বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনও কাজ নেই সানির। কারন বাইরে চলছে করোনা আতঙ্ক। মানুষ যাতে সামাজিক দূরত্ব মেনে চলে তার জন‍্য গোটা দেশেই ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সবই। তাই তারকারাও ঘরে বসে বুঁদ হয়েছেন পুরোনো স্মৃতিচারনে।

https://www.instagram.com/p/B-jzs_9jwyI/?igshid=1hcx1k3iisob5

তবে সানি সম্পূর্ণ আলাদা ভাবেই কাটাচ্ছেন এই কোয়ারান্টাইনের সময়টা। সম্প্রতি ‘লকড আপ উইথ সানি’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। বিভিন্ন তারকার সঙ্গে লাইভ চ‍্যাট করেন তিনি ওই শোয়ে। সেই সঙ্গে নিত‍্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি। একের পর এক ‘হট’ ছবি শেয়ার করে চলেছেন তিনি আর সেসব দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

https://www.instagram.com/p/B-mFMm2jFsS/?igshid=18pxmucdblu8a

সম্প্রতি এমনই আরেকটি ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে নীল রঙের একটি বিকিনি পরে সমুদ্রসৈকতে বসে রয়েছেন সানি। একটি নতুন সিরিজের জন‍্যই এই ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘গ্রীষ্মের ১২ দিন। পছন্দ না হওয়ার কোনও কারন আছে?’ বলা বাহুল‍্য পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সানির এই ছবি। ইতিমধ‍্যেই ৯ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর