কুকুরের সাথে বাধ্য হয়ে করতে হল বিয়ে, অপরাধ জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের অনেক অংশেই বেশ কিছু সম্প্রদায়ের মধ্যে এখনো অন্ধবিশ্বাস প্রাধান্য পেয়ে চলছে। দেশে কিছু জায়গায় এখনো এমন আচার-বিচার আছে, যেটা শুনে অবাক হয়ে যাবেন। এমনই এক আজব পরম্পরা দেখা গেল উড়িষ্যায়। রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় হো সম্প্রদায়ের এই অন্ধবিশ্বাসের কাহিনী সবাইকে অবাক করে দেওয়ার মতো। সেখানে দুটি বাচ্চাকে কুকুরের সাথে বিয়ে দেওয়া হয়। ওই বাচ্চা দুটির নীচের দাঁতের আগে উপরের দাঁত হয়েছে বলেই তাঁদের কুকুরের সাথে বিয়ে দেওয়া হয়ে।

উড়িষ্যার হো সম্প্রদায়ের বাচ্চাদের যদি উপরের দাঁত আগে গজায় তাহলে তাঁদের বিয়ে কুকুরের সাথে করিয়ে দেওয়ার নিয়ম আছে। উপরের দাঁত আগে গজানো এই সম্প্রদায়ের মানুষের কাছে অভিশাপ। যদি কোনও ছেলের উপরের দাঁত আগে গজায় তাহলে মেয়ে কুকুরের সাথে বিয়ে দেওয়া হয়, আর যদি কোনও মেয়ের দাঁত আগে গজায় তাহলে ছেলে কুকুরের সাথে বিয়ে দেওয়া হয়।

উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় সুকরৌলি ব্লকের গম্ভরিয়া গ্রামের দুটি পরিবার তাঁদের পুত্র সন্তানের বিয়ে মেয়ে কুকুরের সাথে করিয়ে দেয়। দুটো বাচ্চারই উপরের দাঁত আগে গজিয়েছিল। এই অন্ধবিশ্বাসে ভরা কাজ মকর সংক্রান্তি থেকে শিবরাত্রির মধ্যে সম্পূর্ণ করতে হয়। কয়েক প্রজন্ম থেকেই এই সম্প্রদায়ের মধ্যে এরকম আজব পরম্পরা চলে আসছে। এই অনুষ্ঠানে গ্রামের অন্যান্যরাও অংশ নেন। শুধু তাই নয়, এই বিয়ে খুব ধুমধাম করেই হয়।

ময়ূরভঞ্জের পুলিশ সুপার বলেন, এই অঞ্চলে মানুষের মধ্যে সচেতনতা ছড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, উড়িষ্যার কয়েকটি সম্প্রদায় কুকুর ছাড়া গাছের সাথেও বিয়ে করিয়ে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর