করোনা ইস্যুতে বাংলাসহ আরও তিন রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ, রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহারের অভিযোগ

বাংলাহান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্ট (Supreme Court) রায় দিল বাংলায় (West bengal) করোনা রোগী এবং মৃতদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে রাজ্য এবং কেন্দ্রকে নোটিশও পাঠাল আদালত, সঙ্গে নাম থাকল আরও তিন রাজের। বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিশান ও এমআর শাহের বেঞ্চ এই মামলার শুনানি করছিল।

মৃতদের দিকে খেয়াল দিচ্ছে না
বিচারাধিন বিচারপতি অশোক ভূষণ জানিয়েছেন, জীবিতদের নিয়ে বেশি চিন্তিত রয়েছে হাসপাতালগুলো। কিন্তু মৃতদের দিকে সেভাবে খেয়াল দিতে পারছে না কর্তৃপক্ষ। অনেক সময় ডাস্টবিন থেকে করোনা মৃতদের পাওয়া যাচ্ছে। আবার, সলিসিটার জেনারেল তুষার মেহতা জানালেন, জীবিত এবং মৃতরা একই সঙ্গে শুয়ে আছে। এমনকি অনেক জায়গায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদের।

CORONAVIRUS REUTERS 3 770x433 j

বাড়াতে হবে করোনা টেস্টের পরিমাণ
রাজধানীতে করোনা পরীক্ষা কেন কমিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়েও উঠছে প্রশ্ন। মুম্বাইতে যেখানে দিনে ১৭ হাজার টেস্ট করা হচ্ছে, সেখানে দিল্লীতে কেন মাত্র ৭ হাজার করা হচ্ছে? এদিন বিচারপতিরা জানান, টেস্টের পদ্ধতি আরও সহজ করে টেস্টের সংখ্যা বাড়াতে হবে। যারা পরীক্ষা করাতে চাইছেন, তাঁদের অবশ্যই করে পরীক্ষা করেত হবে।

মানা হচ্ছে না সৎকারের নিয়মাবলী
আগামী ১৭ তারিখ এই মামলার ফের শুনানি ঘোষণা করা হবে বলেও জানালেন বিচারকরা। তবে প্রথম শুনানিতেই দিল্লী, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুকে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। বলা হয়েছে, মৃতদেহ সৎকারের ক্ষেত্রে কোর্টের জারী করা নিয়ম মানছেন না অনেক হাসপাতালই। বেশির ভাগ ক্ষেত্রে তো রোগীর পরিজনরাও বুঝতে পারছেন না, যে তাঁদের আত্মীয় মারা গিয়েছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর