ভোট পরবর্তী হিংসার অভিযোগ ভিত্তিহীন, জরিমানা করে খারিজ হোক মামলা! সুপ্রিম কোর্টে বলল বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও পলায়ন করার মামলার বিরোধিতা করেছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে হলফনামা দায়ের করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার বলেছে যে, একুশের নির্বাচনের পর রাজ্যে হওয়া হিংসা ভোট পরবর্তী হিংসা হিসেবে দেখা উচিৎ না। হলফনামায় বাংলার সরকার দাবি করেছে যে, সুপ্রিম কোর্টে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতেই এই মামলা দায়ের হয়েছে বলে জানানো হয় হলফনামায়।

হলফনামায় রাজ্য সরকার বলেছে যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের পরে ক্ষমতাসীন দল গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরে রাজ্যে গণতন্ত্র ও ফ্যাসিবাদ ও মানবতাবাদী সঙ্কট ইত্যাদি হত্যার ভিত্তিহীন অভিযোগ করা অপমানজনক। রাজ্য সরকার বলেছে, এধরণের অভিযোগ ভিত্তিহীন আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই কারণে জরিমানা করে এই মামলা খারিজ করা উচিৎ।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে অরুণ মুখার্জী সমেত পাঁচজন একটি পিটিশন দাখিল করে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর হওয়া হিংসার আর পলায়ন নিয়ে এসআইটি তদন্তের দাবি জানিয়েছিলেন। ২৫ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার সমেত অন্যদের নোটিশ জারি করে জবাব দাখিল করতে বলেছিল। এবার এই নোটিশের জবাবে রাজ্য সরকার হলফনামা দায়ের করে এই কথা জানিয়েছে।

এই মামলায় আগামী শুনানি ১৫ জুন হবে। আবেদনে বলা হয়েছিল যে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার কারণে রাজ্যের মানুষ পলায়ন করে অন্যত্র বসবাস করতে বাধ্য হয়েছে। পুলিশ আর শাসক দলের গুণ্ডারা একযোগে বিরোধীদের উপর অত্যাচার করেছে। আর এই কারণেই পুলিশ তদন্ত করছে না এবং অসুরক্ষিত মানুষদের সুরক্ষা প্রদান করছে না।

আবেদনে বলা হয়েছে যে, প্রশাসন আর শাসক দলের গুণ্ডারা এক হয়ে কাজ করায় মানুষ পলায়ন করতে বাধ্য হচ্ছে। তাঁরা বাংলার ভিতরে এবং বাইরে আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হচ্ছে। আবেদনে এক লক্ষেরও বেশী মানুষের পলায়ন করার দাবি তোলা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর