মমতা ব্যনার্জীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সারানোর দাবি প্রত্যাখান সুপ্রিম কোর্টের

স্বয়ং মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর দাবি তোলায় তা প্রত্যাখান করলো শীর্ষ আদালত।অবশ্য এই মামলা করেছেন সাংবাদিক ভারাকি।  পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রীর  পদ থেকে মমতা ব্যানার্জিকে সরানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন মামলা হয়। আর সেই মামলাই নাকি শুনতে রাজি হয়নি শীর্ষ আদালত। মামলাকারীকে হাইকোর্টে যতে বলেছে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ ডিভিশন বেঞ্চ।

গত ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এক জনসভায় রাষ্ট্রসংঘের নজরদারিতে নাগরিকত্ব আইন নিয়ে গণভোটের দাবি জানান মমতা ব্যানার্জি। এদিন তিনি বলেন  “বিজেপির যদি সাহস থাকে, তাহলে রাষ্ট্রসংঘের নজরদারিতে নাগরিকত্ব আইন নিয়ে গণভোট করে দেখাক। এই ভোটে বিজেপি হেরে গেলে তাহলে তাদের সরকার থেকে সরে যেতে হবে।” সাংবাদিক ভারাকি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে খারাপ মন্তব্য মেনে নেওয়া জায় না।

 

 

 

 

তার মতে এটি দেশের দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বে কলঙ্ক লাগার মতন। তাই তিনি এই আবেদন সুপ্রিম কোর্টকে জানিয়েছে। এই বক্তব্য সংবিধান বিরোধি । তিনি কেমন করে এই কথা বলতে পারেন বলে জানান সাংবাদিক ভারাকি। তবে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে । নানান কথা তার পাশাপাশি সাংবাদিকের আবেদনে হস্তক্ষেপ করতে অস্বীকার করার কথা বলে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, “আমরা আবেদন খারিজ করছি না।

তবে এটি এখনই গুরুত্বপূর্ণ নয়। হাইকোর্টে যান।”  সুপ্রিম কোর্ট এই ব্যপারে হাত তুলে দিয়েছেন তিনি জানিয়েছেন এই ব্যপার এতোটাও গুরুত্তব দেওয়ার মতন নয়। রাজ্যে একের পর এমন কান্ড ঘটে চলছে যা নিয়ে অনেকেই কথা বলছেন। তারমধ্যে এনআরসি এবং সিএএ নিয়েও অনেকের অনেক মতামত । সব নিয়ে দেশে এবং রাজ্যে চরম গরম পরিস্থিতি চলছে। এক কথায় এ যেন আর শেষ হচ্ছেই না।

সম্পর্কিত খবর