শেষ বয়সে সামলেছিলেন উত্তম কুমারকে, সুপ্রিয়া দেবীর এই পরামর্শেই সংসার টিকে যায় সুদীপার

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতে নাকি সম্পর্ক টেকে না মোটেই। প্রেম হোক কিংবা বিয়ে, কয়েক মাস থেকে কয়েক বছরের বন্ধনও নিমেষে ভেঙে যেতে দেখা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দাম্পত্য জীবন যেন ব্যতিক্রম। দীর্ঘ ১৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন দুজনে। মজার বিষয় হল, অগ্নিদেব এবং সুদীপার মধ্যে বয়সের ফারাকও ১৫ বছর। একাধিক বাধা সত্ত্বেও অনেক কাঠখড় পুড়িয়ে দুজনে এক হয়েছিলেন। সে সময়ে নাকি বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবী সুদীপাকে (Sudipa Chatterjee) কিছু বিশেষ পরামর্শ দিয়েছিলেন।

সুদীপার (Sudipa Chatterjee) বিয়েতে এসেছিল প্রচুর বাধা

একে তো ১৫ বছরের বড় স্বামী, তায় ডিভোর্সি। অগ্নিদেবের সঙ্গে বিয়ের সময় পরপর বাধার মুখে পড়েছিলেন সুদীপা (Sudipa Chatterjee)। এমনকি অর্থের লোভে পরিচালক অগ্নিদেবকে বিয়ে করছেন তিনি, এমন কটাক্ষও করেছিলেন অনেকে। সেকথা উঠেছিল সুদীপার (Sudipa Chatterjee) বাবার কানে। অভিমানে দু মাস কথা বলেননি তিনি মেয়ের সঙ্গে। এখানেই শেষ নয়। অগ্নিদেবের যে এক ছেলে আছে, সেটাও নাকি বিয়ের পরে জানতে পেরেছিলেন সুদীপা।

আরো পড়ুন : ‘কেউ নিতে চাইত না’, বাধ্য হয়ে হলিউড সফর, বলিউড থেকে কে তাড়ান প্রিয়াঙ্কাকে?

বয়সের অনেক ফারাক সুদীপা অগ্নিদেবের

তবে ১৫ বছরের বড় স্বামীকে কীভাবে কী বলবেন তা বুঝে উঠতে পারতেন না সুদীপা (Sudipa Chatterjee)। সে সময়েই তাঁকে কিছু মূল্যবান উপদেশ দিয়েছিলেন সুপ্রিয়া দেবী। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে সুদীপা (Sudipa Chatterjee) একবার জানিয়েছিলেন, মায়ের মতো ভূমিকা পালন করেছিলেন ‘বেণুদি’। তিনি সুদীপাকে বলেছিলেন, স্বামীর সঙ্গে লড়াই করে জয়ী হলে কেউ পদক দেবে না। বরং ধৈর্য ধরে, মাথা ঠাণ্ডা করে, সহ্য করে চলতে হবে।

আরো পড়ুন : বহু পুরুষের রাতের ঘুম উড়িয়েছিলেন, সেই মাধুরীকেই ‘থুতু’ ছেটান আমির! কেন?

সঞ্চালিকাকে কী পরামর্শ দিয়েছিলেন সুপ্রিয়া দেবী?

কিছু উদাহরণ দিয়ে বর্ষীয়ান অভিনেত্রী বলেছিলেন, স্বামী কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে তাঁকে বললে অশান্তি বাড়বে। তবে? সুপ্রিয়া দেবী সুদীপাকে (Sudipa Chatterjee) বুঝিয়ে বলেছিলেন, অগ্নিদেব কোনোদিন রাতে বাইরে খেয়ে বাড়িতে ফিরলেন। এদিকে সুদীপা হয়তো রান্নাবান্না করে তাঁর অপেক্ষায় বসেছিলেন। কিন্তু সে রাতে যেন কিছু বলতে না যান সুদীপা (Sudipa Chatterjee)। বরং তার পরদিন সকালে চা খাওয়ার পর ঠাণ্ডা মাথায় বললে তখন সেটা বুঝবেন অগ্নিদেব।

Sudipa Chatterjee

দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি সুগৃহিনী হিসেবেও পরিচিতি ছিল সুপ্রিয়া দেবীর। উত্তম কুমারের সমস্ত সুবিধা অসুবিধার খেয়াল রাখতেন তিনি। সুদীপাও জানিয়েছিলেন, ‘বেণুদি’র পরামর্শেই তাঁর সংসার টিকে গিয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর