করোনার মোকাবিলায় সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রছাত্রীরা

বাংলাহান্ট ডেস্কঃ চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Corona Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ৩৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

   

এই পরিস্থিতিতে মাস্ক এবং স্যানিটাইজার অত্যন্ত জরুরি। কিন্তু পরিস্থিতির কারনে মাস্ক এবং স্যানিটাইজারের বাজারে ইতিমধ্য়ে শুরু হয়েছে কালো বাজারি। এবার  সুরেন্দ্রনাথ কলেজের কেমিষ্ট্রি বিভাগের পড়ুয়ারা এগিয়ে এলেন সমাজের সাহায্যার্থে । কলেজ এবং আশেপাশের ব্যবসায়ীদের জন্য বানিয়েছেন স্যানিটাইজার।

যদিও পর্যাপ্ত সামগ্রী যেমন অ্যালকোহল না থাকায় বেশি পরিমাণে বানাতে সমস্যা হচ্ছে তাঁদের। কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল কর জানিয়েছেন ‘অনেক মানুষ চাইছেন। এখন ৪০০ বোতল মতো বানিয়েছি। অ্যালকোহল পেলে আরও বানাতে পারব।’

করোনার জেরে দেশের বেশিরভাগ রাজ্যেও ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি বন্ধ হয়েছে অফিসও, কর্মচারীদের বাড়ি বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর