‘ওপেনার হিসাবে ভারতীয় দলে ফিরতে পারেন সুরেশ রায়না’

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছর পিছিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। প্রাপ্তন অজি স্পিনার ব্র্যাড হগ মনে করেন এরফলে ভারতীয় দলে কামব্যাক করা আরও কঠিন হয়ে গেল বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার কাছে। হগ জানিয়েছেন আমার খুব পছন্দের একজন ক্রিকেটার হলেন সুরেশ রায়না, কিন্তু সুরেশ রায়নাকে নিয়ে এই মুহূর্তে কোনো আশার আলো দেখছি না।

এক ক্রিকেট ভক্ত প্রাপ্তন অজি স্পিনার ব্র্যাড হগকে প্রশ্ন করেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ফলে ভারতীয় দলে কি আর কামব্যাক করতে পারবেন সুরেশ রায়না? এই প্রশ্নের জবাবে হগ বলেন কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল, সেখানে অবশ্যই খেলতে দেখা যাবে রায়নাকে। তবে আইপিএল খেললেও ভারতীয় দলে রায়নার কামব্যাক করার আশা খুবই কম।

রায়নার কামব্যাক করা নিয়ে কিছুটা আশার আলো দেখিয়ে হগ বলেছেন এই মুহূর্তে ভারতীয় ব্যাটিং লাইনআপ যে অবস্থায় রয়েছে সেখানে শুধুমাত্র ওপেনার হিসেবে সুযোগ রয়েছে সুরেশ রায়নার। অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে ধাওয়ানের পরিবর্তে রোহিত শর্মা কিংবা কে এল রাহুলের সঙ্গে ওপেন হিসাবে একমাত্র ভারতীয় দলে সুযোগ পেতে পারেন রায়না। অপরদিকে রায়না কোন ভাবেই একজন ওপেনার ব্যাটসম্যান নন। অর্থাৎ ভারতীয় দলে কামব্যাক করা যে রায়নার কাছে অসম্ভব সেটাই বোঝাতে চাইলেন ব্র্যাড হগ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর