২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে রায়াডুকে না নেওয়া নিয়ে মুখ খুললেন সুরেশ রায়না

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। তারপরে 2019 বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন রায়না। রায়না জানালেন 2019 বিশ্বকাপে যদি আম্বাতি রায়াডু ভারতীয় দলে থাকতো তাহলে হয়তো ভারত বিশ্বকাপ জিততে পারতো।

2019 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল কে সবথেকে বেশি ভুগতে হয়েছে তাদের ব্যাটিংয়ের চার নম্বর পজিশন নিয়ে। আর এই প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করলেন সুরেশ রায়না। সুরেশ রায়না জানান 2018 সালের এশিয়া কাপ থেকে শুরু করে 2019 সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ পর্যন্ত চার নম্বর পজিশনে খেলানো হয় আম্বাতি রায়াডুকে। বিশ্বকাপেও এই চার নম্বর পজিশনে রায়াডু কে খেলানোর কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু হঠাৎ করেই 2019 বিশ্বকাপে রায়াডুর পরিবর্তে দলে নিয়ে নেওয়া হয় বিজয় শংকরকে। আর তারপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রায়াডু।

2519481024c799fda7173cc78deb37f6edb1a9e82cb09f4174554e01db8d7eb4458e768a4

রায়না বলেন দীর্ঘ দেড় বছর ধরে চার নম্বর পজিশনে খেলে গিয়েছেন রায়াডু। এমনকি ভালো পারফরমেন্সও করেছিলেন কিন্তু তার সত্ত্বেও বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয়েছিল রায়াডুকে। চেন্নাইয়ের সতীর্থর প্রশংসা করে রায়না বলেন রায়াডু দলে থাকলে হয়তো সেমিফাইনালে আরও ভালো কিছু করতে পারতো ভারত।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর