চেন্নাই সুপার কিংসের সরকারি ওয়েবসাইট থেকে সুরেশ রায়নার নাম ছেঁটে দেওয়া হল

বাংলা হান্ট ডেস্কঃ গত 15 ই আগস্ট মহেন্দ্র সিং ধোনি অবসর ঘোষণা করারর কয়েক ঘণ্টা পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়ে ছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েকদিন পরেই আইপিএল খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যান রায়না। রায়নার ভক্তরা দীর্ঘদিন পর ফের আইপিএলে রায়নার ব্যাটিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল।

তবে হঠাৎই এবার আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে চলে আসেন সুরেশ রায়না। কিন্তু কী কারণে রায়না ভারতে এসেছিলেন সেই মুহূর্তে কিছু জানা যায়নি। রায়নার হঠাৎ করে আইপিএল না খেলে ভারতে আসার পেছনে একাধিক কারণ ছিল। জানা গিয়েছিল রায়না চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের কাছে দাবি করেছিলেন তারও ধোনির মতো বড় বিলাসবহুল রুম চাই কিন্তু সিএসকে টিম ম্যানেজমেন্ট তাকে ধোনির মতো রুম দিতে রাজি না হওয়ায় সিএসকে টিম ম্যানেজমেন্টের সঙ্গে রায়নার ঝামেলার সৃষ্টি হয়। আর তাই আইপিএল না খেলেই ভারতে ফিরে আসে রায়না।

   

কিন্তু চেন্নাই সুপার কিংস পরপর দুটি ম্যাচে লাগাতার ব্যর্থ হওয়ার পর বিভিন্ন মহল থেকে শোনা গিয়েছিল যে ফের সুরেশ রায়না দুবাই গিয়ে চেন্নাই শিবিরে যোগ দিতে পারেন। সোশ্যাল মিডিয়াতেও সুরেশ রায়নাকে দলে ফিরিয়ে আনার দাবি উঠেছিল। কিন্তু এবারে সেই সমস্ত জল্পনা-কল্পনায় জল ঢেলে দিল সিএসকে টিম ম্যানেজমেন্ট। চেন্নাই সুপার কিংস এর সরকারি ওয়েবসাইট থেকে ছেটে ফেলা হল সুরেশ রায়নার নাম। অর্থাৎ এবার আইপিএলে রায়নার খেলার সমস্ত রাস্তায় বন্ধ হয়ে গেল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর