সুতপার উদ্দেশ্যে শেষবারের মতো ভিডিও করেছিল সুশান্ত, বহরমপুর কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় কেটে গিয়েছে এক সপ্তাহ। গত সোমবার সন্ধ্যায় খুন করা হয় মালদহের ইংরেজবাজারের কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে। তবে, এই কাণ্ডের তদন্তে নেমে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পাশাপাশি, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে।

   

মূলত,বহরমপুরের অন্যতম অভিজাত এলাকা গোরাবাজার সুইমিং পুলের গলিতে সুশান্তের অতর্কিত আক্রমণে মর্মান্তিক মৃত্যু ঘটে উদ্ভিদবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপার। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, প্রেমের সম্পর্কের অবনতির কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। এমতাবস্থায়, একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ জানাচ্ছেন সুশান্ত ও সুতপার পরিবারের সদস্যেরা।

ইতিমধ্যেই সুতপার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, দীর্ঘ দিনই ধরে তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করতেন সুশান্ত। এমনকি, খুনের আগেও বেশ কয়েকবার হুমকিও দিয়েছিলেন তিনি। যদিও, এই আবহেই সুশান্তের পরিবারের তরফে “বেইমানি” ও “প্রতারণা”-র অভিযোগ আনা হয়েছে সুতপার পরিবারের বিরুদ্ধে। পাশাপাশি, তাঁরা জানিয়েছেন, ‘‘সুশান্তের সঙ্গে সুতপার দীর্ঘ দিনের সম্পর্ক। কিন্তু, অন্য এক নতুন সম্পর্কের জন্য আমাদের ছেলেকে মানসিক ভাবে খুন করে দিয়েছিল সুতপা।”

এদিকে, গত শনিবার থেকেই নেটমাধ্যমে সুশান্তের একটি ভিডিও তুমুল গতিতে ভাইরাল হতে শুরু করেছে। মোট ২ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে রীতিমত আবেগাপ্লুত অবস্থায় সুশান্তকে কোনো এক মহিলার উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য বলতে শোনা গেছে। এই প্রসঙ্গে সুশান্তের পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে, ঐ ভিডিওতে সুশান্ত সুতপার উদ্দেশ্যেই কথা গুলো বলেছেন । তবে, ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

এদিকে, দীর্ঘদিনের সম্পর্ক থাকার পর কেন সুশান্ত এবং সুতপার মধ্যে দূরত্ব তৈরি হল কিংবা সুশান্তই বা কেন এতটা বেপরোয়া হয়ে উঠলেন এই নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও,বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ দিন যাবৎ মানসিক ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার পর সেই সম্পর্কের হঠাৎ বিচ্ছেদ ঘটলে মানুষ মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। যার ফলাফলও হয় অত্যন্ত ভয়ানক। বর্তমানে ঘটনাটিতে তারই প্রতিফলন দেখা গিয়েছে বলে মনে করছেন তাঁরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর