বড় খবরঃ সুশান্ত মামলায় তদন্তে নেমে সৌভিক চক্রবর্তী আর স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করল NCB

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী আর স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছে। প্রায় ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদ চলার পর NCB এই দুজনকে গ্রেফতার করেছে। অভিনেতা সুশান্ত সিংয়ের (Sushant Singh Rajput) মামলার তদন্তে ড্রাগস অ্যাঙ্গেল সামনে আসার পর এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau- NCB) শুক্রবার সকালে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সান্তাক্রুজের ফ্ল্যাটে পৌঁছেছে। NCB রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর ড্রাগস কানেকশন নিয়ে রেইড করে। NCB এর টিম রিয়ার বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটস এর তল্লাশি চালায়। NCB এই মামলায় এখনো পর্যন্ত অনেক কয়েকজনকেই গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন ড্রাগ প্যাডলরও আছে।

সুশান্ত সিং মামলায় রিয়ার ভাই সৌভিকের সাথে ড্রাগ সাপ্লায়ার্সদের সম্পর্কের খোলাসা হওয়ার পর NCB এর টিম শুক্রবার সকাল ৬ঃ৩০ এ রিয়ার বাড়িতে পৌঁছায়। স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও তল্লাশি চালানো হয়। দুদিন আগেই NCB এর টিম সুশান্ত সিং রাজপুতের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে ড্রাগস সাপ্লাই করার অভিযোগে মুম্বাই থেকে তিনজনকে গ্রেফতার করে।

NCB এর টিম রিয়ার বাড়িতে ড্রাগসের সাথে যুক্ত কানেকশন খুঁজছে। সৌভিক-রিয়া এর ড্রাগস চ্যাট সামনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সুত্র অনুযায়ী, রেডের পর NCB সৌভিককে গ্রেফতার করতে পারে। NCB এর সকাল ৬ঃ৩০ এ স্যামুয়েল মিরান্ডার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। রিয়ার বাড়িতে ল্যাপটপ, মোবাইল, হার্ড ডিস্কের সাথে গাড়িরও তল্লাশি নেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর