অভিনয় ছাড়াও পড়াশোনায় দুর্দান্ত ছিলেন সুশান্ত, এই পরীক্ষায় হাসিল করেছিলেন গোটা ভারতে সপ্তম স্থান

বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের (Bollywood) বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আর আমাদের মধ্যে নেই। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন কেড়ে নেওয়া এই অভিনেতার মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া। উনি যেমন অভিনয়ে ভালো ছিলেন, তেমন উনি পড়াশোনাতেও খুবই ভালো ছিলেন। উনি ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনো ছেড়ে অভিনয়ের রাস্তা বেছে নেন।

   

আরও পড়ুনঃ BREAKING:ফের শোকের ছায়া বলিউডে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের

২০০৩ সালে ইঞ্জিনিয়ারিং প্রবেশ পরীক্ষায় তিনি গোটা ভারতে সপ্তম স্থান হাসিল করেছিলেন। সুশান্ত সিং ২০০৩ এ দিল্লীর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং প্রবেশ পরীক্ষায় অল ইন্ডিয়ায় সপ্তম স্থান হাসিল করেছিলেন। এরপর সুশান্ত সিং দিল্লীর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (বর্তমানে দিল্লী টেকনিক্যাল কলেজ) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করেন। কিন্তু কোর্সের তৃতীয় বছরেই উনি পড়াশোনা ছেড়ে অভিনয়ে ঢুকে পড়েন। এমনকি তিনি ফিজিক্সে ন্যাশানাল অলিম্পিয়ার্ড জয়ীও ছিলে। আইএসএম ধানবাদ সমেত উনি প্রায় ১১ টি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার পাস করেছিলেন। উনি থিয়েটার আর ডান্স ক্লাস জয়েন করে নেন। আর এরপর থেকেই ওনার পড়াশোনায় সমস্যা শুরু হয়।

আরও পড়ুনঃ ‘আত্মহত‍্যা কোনও সমাধান নয়, লড়াই করে বাঁচতে হবে জীবনে’, ‘ছিছোঁড়ে’তে বলেছিলেন খোদ সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সুং নিজের শেষ ইন্সটাগ্রাম পোস্টে তাঁর মায়ের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন। উনি ওই ছবি ৩রা জুন শেয়ার করেছিলেন। শেষ পোস্টে সুশান্ত লিখেছিলেন, ”Blurred past evaporating from teardrops
Unending dreams carving an arc of smile And a fleeting life, negotiating between the two… #माँ”

https://www.instagram.com/p/CA-S3cIDWOx/?utm_source=ig_embed

‘কিস দেশ মে হেয় মেরা দিল” সিরিয়াল থেকে নিজের ক্যারিয়ার শুরু করেন সুশান্ত। এরপর একটা কাপুরের ধারাবাহিক পবিত্র রিস্তা থেকে ওনার অভিনয়ের ফ্যান হতে থাকে সবাই। এরপর বড় পর্দায় ‘কাই পো চে” তে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন।

এছাড়াও শুদ্ধ দেশি রোমান্স, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তিনি। আমির খানে ব্লক ব্লাস্টার মুভি ‘পিকে” তেও অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের দিক থেকে ওনার জুরি মেলা ভার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওনার বাড়িতে কাজ করা এক ব্যাক্তি পুলিশকে ফোন করে ওনার মৃত্যুর খবর দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর