জামিয়া কাণ্ডের প্রতিবাদ করায় ‘সাবধান ইন্ডিয়া’ থেকে বহিষ্কৃত হলেন সুশান্ত

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় শো ‘সাবধান ইন্ডিয়া’র পরিচিত মুখ সুশান্ত সিং। বেশ কিছুদিন ধরেই এই শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কিন্তু আর এই অনুষ্ঠানে দেখা যাবে না। দিল্লির জামিয়া মিলিয়ার পড়ুয়াদের ওপর পুলিসের লাঠিচার্জের প্রতিবাদ করায় সুশান্তকে এই শো থেকে বহিষ্কার করা হয়েছে।
মুম্বইয়ে জামিয়ার ঘটনার প্রতিবাদে এক মিছিলে সামিল হন সুশান্ত। পড়ুয়াদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলার পাশাপাশি ওই ঘটনার নিন্দা করে নিজের বক্তব‍্য পেশ করেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর প্রতিবাদের ছবি। এরপরেই ‘সাবধান ইন্ডিয়া’ থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়।

শো থেকে নাম বহিষ্কারের কথা নিজেই টুইট করে জানিয়েছেন সুশান্ত। বহিষ্কারের কারণও টুইটে স্পষ্ট করেছেন তিনি। জামিয়ার ঘটনায় যেখানে গোটা দেশ উত্তাল সেখানে কয়েকজন বলি তারকা প্রতিবাদ করলেও আশ্চর্যজনকভাবে চুপ হেভিওয়েট তারকারা। এমতাবস্থায় মুখ খোলার জন‍্য ‘খেসারত’ দিতে হল সুশান্ত সিংকে।

images 8 9
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে সারা দেশে। রবিবার সকালে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের ওপর প্রথমে লাঠিচার্জ ও তারপর টিয়ার গ‍্যাস ফাটানোর অভিযোগ ওঠে দিল্লি পুলিসের ওপর। এরপরেই সারা রাত দিল্লি পুলিসের সদর দফতর ঘেরাও কর্মসূচী চালায় জেএনইউএর পড়ুয়ারা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর