হিন্দুরাষ্ট্র হবে ভারত, দুইয়ের বেশি সন্তান থাকলে মিলনবে না ভোটাধিকার, বললেন বিজেপি বিধায়ক

বাংলাহান্ট ডেস্ক: রামনবমীর (Ram Navami) মিছিল থেকে উস্কানিমূলক মন্তব্য করে ফের শিরোনামে বিজেপি থেকে বহিষ্কৃত হওয়া বিধায়ক টি রাজা সিং। যাঁদের দুই সন্তান রয়েছে, শুধু তাঁদেরই ভোটাধিকার থাকবে। এমন বিতর্কিত মন্তব্য করলেন এই বহিষ্কৃত বিধায়ক। এর জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এমনকী, তাঁর বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি ব্যবস্থাও। হায়দরাবাদে (Hyderabad) ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে ওই বিধায়কের বিরুদ্ধে। 

আফজলগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার রামনবমীর মিছিল থেকে এই বিতর্কিত মন্তব্য করেছেন বহিষ্কৃত বিধায়ক টি রাজা সিং। পুলিশ সূত্রে খবরম শুক্রবার আফজলগঞ্জ পুলিশ ফাঁড়ি এলেকার ওই শোভাযাত্রায় হাতিতে চেপে যোগ দিয়েছিলেন ওই বিধায়ক। সেদিন রাত ন’টা নাগাদ এসএ বাজার এলাকায় পৌঁছয় সেই মিছিল। সেখানে হিন্দিতে ভাষণ দেন বিজেপি-র বহিষ্কৃত বিধায়ক টি রাজা সিং। 

t raja singh

শুধু ভোটাধিকার নিয়েই বিতর্কিত মন্তব্য নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একটি ভাষণে এই মন্তব্য করেন তিনি বলে অভিযোগ। বহিষ্কৃত ওই বিধায়কের ভাষণ রেকর্ড করেন এক পুলিশ কর্মী। রেকর্ডিংটি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে অভিযোগ দায়ের করার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 

ঠিক কী বলেছিলেন বিজেপি-র বহিষ্কৃত বিধায়ক টি রাজা সিং? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন তিনি বলেন, “ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায়, তাহলে একমাত্র ‘আমরা দুই, আমাদের দুই’ নীতিতে বিশ্বাসী ব্যক্তিরাই ভোটাধিকার পাবেন।” অর্থাৎ যাঁদের দুইয়ের বেশি সন্তান রয়েছে, তাঁরা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। 

তিনি আরও বলেন, “হিন্দু রাষ্ট্র কেমন দেখতে হবে, তার ব্লুপ্রিন্ট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই কাজ করছেন আমাদের ধর্মগুরুরা। হিন্দুরাষ্ট্র হলে তার রাজধানী দিল্লি হবে না। সেখান থেকে সরিয়ে রাজধানী করা হবে কাশীকে। মথুরা কিংবা অযোধ্যাও হতে পারে রাজধানী।” একইসঙ্গে তিনি জানান, ভারত হিন্দুরাষ্ট্র হলে কৃষকদের কোনও কর দিতে হবে না। পাশাপাশি নিষিদ্ধ হবে গোহত্যাও। প্রসঙ্গত, বিভিন্ন সময়েই ভাষণের মাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠেছে এই বিধায়কের বিরুদ্ধে। মুম্বইতেও টি রাজা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল বলে সূত্রের খবর।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর