পার্থ, জ্যোতিপ্রিয় অতীত, এবার জেলে যাবেন তৃণমূলের এই হেভিওয়েট! তোলপাড় করা দাবি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ ভোট নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এই আবহে এক তোলপাড় করা দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার গ্রেফতার হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক। সোজাসুজি তাঁর নাম নিয়েই একথা বলেছেন বিজেপি (BJP) নেতা।

নির্বাচনের আবহে সম্প্রতি বাঁকুড়ায় (Bankura) সভা করেন শুভেন্দু। সেখান থেকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি বিধায়ক। একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এই রাজ্যে এম.এ, বি.এড, পি.টি.টি.আই পাসরা চাকরি পান না এবং চোরেরা চাকরি চুরি করে নেয় বলেও তোপ দাগেন শুভেন্দু।

   

নন্দীগ্রামের বিধায়ক বলেন, এখানে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়। যোগ্য প্রার্থীদের পরিবর্তে অযোগ্যরা শিক্ষকরা এখানে চাকরি পায়। চাকরির পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ২১,০০০ মদের দোকান, টুল, টেবিল, ছাতা এবং ডিয়ার লটারি দিয়েছেন।

আরও পড়ুনঃ ‘আর নাম খুঁজে পেলে না?’! ‘মমতা’ নামটা একেবারে নাপছন্দ! ৬৯ বছরে এসে আক্ষেপ তৃণমূল নেত্রীর!

বাঁকুড়ার সভা থেকে রাজ্য সরকার, তৃণমূলের নেতা-মন্ত্রীদের একহাত নেন শুভেন্দু। দাবি করেন, তৃণমূল সরকারের জমানায় বাংলার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এই সময়ে বাংলার ৮,২০০ বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে। এখনকার সময়ে মা-বাবারা ছেলেমেয়েদের পড়াশোনার জন্য টাকা খরচ করতে চাইছেন না বলে দাবি করেন বিজেপি নেতা।

এই সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েই বিজেপি বিধায়ক বলেন, ‘ঠগ পিসি’ এবং ‘চোর ভাইপো’ যতদিন রাজ্যে থাকবে ততদিন এখানে একটা শিল্প, চাকরি হবে না। এখানে ‘মোটা পার্থর’ মাধ্যমে চাকরি বিক্রি হয় বলে দাবি করেন বিজেপি নেতা। তিনি এবং জ্যোতিপ্রিয় মল্লিক দু’জনেই এখন জেলে বলে মন্তব্য করেন শুভেন্দু।

Suvendu Adhikari on SSC recruitment scam

এরপর সরাসরি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুভাষ সরকারকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ‘কয়লা চক্রবর্তী’র জেলে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা! গতকাল আবার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সুপ্রিম কোর্ট মনে করেছে বলে জামিন দিয়েছে। তবে সিবিআই অথবা ইডির যে মামলায় জামিন হোক না কেন, একটা মামলা তো রয়েছেই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর