‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের’ আগে ‘দুয়ারে নর্দমার জল প্রকল্প’, দেখুন কেমন সরকারকে জিতিয়েছেন: শুভেন্দু

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে করোনা আবহে বিধি নিষেধের সময়সীমা ক্রমাগত বাড়িয়েই চলেছেন, আর অন্যদিকে উপনির্বাচনের জন্য তোরজোড় করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee)। কিন্তু রাজ্যের এই পরিস্থিতিতে উপনির্বাচন নিয়ে শাসকদলের লম্ফঝম্ফকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উপনির্বাচন থেকে শুরু করে ‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের’ আগে ‘দুয়ারে নর্দমার জল প্রকল্প’ নানাভাবে আক্রমণ করলেন মমতা সরকারকে।

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘সম্প্রতি উত্তরাখণ্ডে নন-এমএলএ মুখ্যমন্ত্রীকে সরিয়ে এক বিধায়ককে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। বাংলায় বিধানসভা নির্বাচনের সময় মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে বেশ উৎসাহিত দেখা গিয়েছিল তৃণমূলকে। সেই সময় তৃণমূল বলেছিল, আধা সামরিক বাহিনী এবং বহিরাগত বিজেপির নেতারা এসেই করোনা ছড়িয়েছে। তাহলে তো এখন ভ্যাকসিনেশনের পর ভোট করানো উচিৎ ওনার’।

Suvendu Adhikari

এখানেই থামেননি শুভেন্দু অধিকারী। উপনির্বাচন ইস্যুতে বলেন, ‘রাজ্যে এখন উপনির্বাচন করার মত পরিস্থিতি হয়েছে নাকি! রাজ্য সরকার করোনা নির্দেশিকায় বলেছে- ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক মিটিং মিছিল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। আর নির্বাচন মানেই তো রাজনৈতিক নেতাদের মিটিং, মিছিল, প্রচার, অনেক মানুষের একসঙ্গে সমাগম। তাহলে প্রচার না করেই কিভাবে উপনির্বাচন হবে? এখানে যে ভোটের পরিবেশ নেই, সেটা রাজ্য সরকারের নির্দেশিকাই বলে দিচ্ছে’।

বর্ষায় শহরতলির রাস্তায় জমা জলের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের’ তুলনা টেনে শুভেন্দু বলেন, ‘ইয়াস পরবর্তীতে সকলে বলেছিলেন দুয়ারে গঙ্গা। আর এই পরিস্থিতি দেখে হয়ত বলছে দুয়ারে নর্দমার জল। মনে হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরুর আগে, এটা এক নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাহলেই দেখুন, কেমন সরকারকে আপনারা নির্বাচনে জিতিয়েছেন!’

ভ্যাকসিন নিয়ে বারবার কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন্দ্র সরকার কখনই ভ্যাকসিন নিয়ে বিজেপি অবিজেপি করে নি। সরকারের উচিৎ স্টোরেজ, পরিকাঠামো ও পদ্ধতি সমস্তকিছু ঠিকঠাক করার’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর