পঞ্চায়েত ভোটের আগেই দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠকে শুভেন্দু! জল্পনা রাজ্য রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই দিল্লি উড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যেখানে প্রত্যেকটি বুথে প্রার্থী দেওয়া তাঁদের কাছে চ্যালেঞ্জের সেখানে এই নয়াদিল্লি (New Delhi) সফর নিয়ে বিস্তর গুঞ্জন শুরু হয়েছে। শেষ খবরে জানা যাচ্ছে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু।

জেলায় জেলায় যাতে দলের কর্মীরা সমস্যায় না পড়েন মনোনয়ন জমা দিতে সেদিকে দেখা উচিত বলেই অনেকে মনে করেন। সেখানে নয়াদিল্লি গিয়ে হাজির হলেন কেন?‌ প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে। তবে একাধিক মহলের দাবি, পঞ্চায়েত নির্বাচনেরর রণনীতি ঠিক করতেই দিল্লি গেছেন শুভেন্দু। আর সেই উদ্দেশ্যেই বৈঠক অমিত শাহর সঙ্গে।

পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। আর শুক্রবার ভোরবেলায় হঠাৎ নয়াদিল্লি চলে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করবেন বলে সূত্রের খবর। দেখা করবেন অমিত শাহর সঙ্গেও।

কিন্তু হঠাৎ তিনি নয়াদিল্লি পাড়ি দেওয়া নিয়ে রাজ্য–বিজেপির ভিতরেও জল্পনা শুরু হয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পরদিনই শুভেন্দু অধিকারীর নয়াদিল্লি যাওয়া অনেককেই চিন্তিত। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন রাজ্য পুলিস দিয়েই করাতে চায় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন।

অনেকেরই দাবি, কেন্দ্রীয় বাহিনীর প্রস্তাবই রাখতে গেছেন নয়াদিল্লিতে?‌ পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক চায় বিরোধীরা। এই নিয়ে কংগ্রেস–বিজেপি কলকাতা হাইকোর্টে কড়া নাড়তে যাচ্ছে বলে খবর। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রথম টুইটটি করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই টুইটে শুভেন্দু লেখেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা হচ্ছে। এই প্রথম রাজ্যস্তরে, ব্লক স্তরে, জেলা স্তরে একটিও সর্বদলীয় মিটিং না করে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হল। রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা খুব পরিষ্কার। হঠাৎ করে এভাবে ভোট ঘোষণা থেকে এটা খুব পরিষ্কার কমিশন তৃণমূলের আঞ্চলিক শাখা সংগঠন হিসাবে কাজ করছে। হঠাৎ করে ভোটের দিন ঘোষণা, উপযুক্ত সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাও নেওয়া হয়নি।’‌

Avatar
Sudipto

সম্পর্কিত খবর