‘ভাইপো বেলুন ফাটিয়ে দিয়েছে…’, একের পর এক বিস্ফোরণ, শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। শুক্রবার নিজের গড় ডায়মন্ড ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার মহিলাকে বার্ধক্য ভাতা (Old age pension) দেওয়ার কথা ঘোষণা করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওদিকে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের এই ঘোষণার পরই তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

নিজের এক্স হ্যান্ডল থেকে টুইট করে শুভেন্দু লিখেছেন, ‘এজেন্সির তাড়ায় অস্থির কেউ কয়লা, গরু, শিক্ষক নিয়োগ আর রেশন কেলেঙ্কারির অর্থের সামান্য কিছু বিলিয়ে দিয়েছি রাজ্যের সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। ভোটের আগে এসব করা হচ্ছে।’

রাজ্য সরকারের বার্ধক্য ভাতা নিয়েও বিস্তর অভিযোগ তুলেছেন শুভেন্দু। বিধায়ক লিখেছেন, ‘এখন ১২ লক্ষ ৬৫টি আবেদন জমা রয়েছে। অথচ এই ভাতার টাকা কেন্দ্রীয় সরকার তরফে দেওয়া হয়।’ মমতা সরকারের বার্ধক্য ভাতাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তাই ভোটের মুখে বার্ধক্য ভাতা নিয়ে নতুন করে এই পথ। মুখ্যমন্ত্রী ‘দুয়ারে সরকার’-এ জমা পড়া আবেদন গুলো বাতিল করে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পে আসা আবেদন গুলোকে গুরুত্ব দিচ্ছেন। ‘

আরও পড়ুন: ‘আমি মরে যাব, আর বাঁচতে…’, ED হেফাজতে কী এমন হচ্ছে? মৃত্যুভয়ে মুখ খুললেন জ্যোতিপ্রিয়

শুভেন্দুর কথায়, ‘‌ঈর্ষান্বিত হয়ে পিসির এই ছককে সরিয়ে এখন ভাইপো ঝাঁপিয়ে পড়েছেন কৃতিত্ব অর্জন করতে। তাই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ৭০ হাজার বৃদ্ধাকে বার্ধক্য ভাতা দেওয়ার ঘোষণা করেছেন!‌ মুখ্যমন্ত্রী কোনওভাবে প্রভাব খাটিয়েছে ন্যাশানাল ইনফরমেটিক্স সেন্টারে। এই নিয়ে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে নালিশ করব।’‌

suvendu

পাশাপাশি ‘ ভাইপো দুয়ারে সরকার’-এর বেলুন ফাটিয়ে দিয়েছে!’ বলেও মন্তব্য করেন শুভেন্দু। হঠাৎ এই ভাতার ঘোষণাকে ‘পিসি-ভাইপো’র রেষারেষির বহিঃপ্রকাশ বলেও খোঁচা দিয়েছেন শুভেন্দু। ওদিকে বসে নেই তৃণমূলও। পাল্টা রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছে শাসকদল।