কোন শর্তে বাম থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন পরেশ অধিকারী? ফাঁস করলেন শুভেন্দু অধিকারী

বাংলাহান্ট ডেস্ক : এবার এসএসসি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর প্রসঙ্গে বিস্ফোরক দাবি করতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মেয়ের চাকরি সহ তিনটি শর্তে তৃণমূলে যোগ দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা এমনটাই দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

বুধবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানেই পরেশ অধিকারীর বিরুদ্ধে কার্যতই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘পরেশ অধিকারী যোগদানের সময়ে তিনটি শর্ত রেখেছিলেন। প্রথমত, সমস্ত নিয়ম ভেঙে তাঁর মেয়েকে চাকরি দিতে হবে। দ্বিতীয়ত, তাঁকে কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী করতে হবে। তৃতীয়ত, চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করতে হচ্ছে তাঁকে।’

সেই সময় তৃণমূলের মন্ত্রী থাকার দরুণই এই সমস্ত জানতেই বলে দাবি করেন শুভেন্দু। তিনি আরও বলেন, ‘ পরেশ অধিকারী বামপন্থী মানুষ। ফরওয়ার্ড ব্লক করতেন তিনি। কিন্তু কোনও আদর্শগত কারণে তিনি তৃণমূলে যোগ দেননি। দেওয়া নেওয়ার শর্তের ভিত্তিতে তাঁর তৃণমূলে যোগ দেওয়া।’ তিনি আরও যোগ করেন, ‘বিনিময়ের ভিত্তিতে পরেশের এই যোগদান তৃণমূলনেত্রীর নির্দেশ ছাড়া হয়নি। পরেশ অধিকারীর মেয়ের নিয়োগ মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছিল। সেতুবন্ধনের কাজটি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আশা করব তিনি জিজ্ঞাসাবাদের সময় এই সত্য উদঘাটন করবেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, বাম আমলে খাদ্যমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী। কিন্তু ২০১৮ সালে পার্থ চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে তৃণমূলে যোগ দেন তিনি। এরপরই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয় তাঁকে। কিন্তু সেবার বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে ল্যাজেগোবরে হতে হয় পরেশ অধিকারীকে। এরপর আবারও একুশের বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পান তিনি। এবার জয় হয় তাঁরই। তারপরই সবাইকে অবাক করে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী করা হয় তাঁকে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর