ভারতের হাতে তৃতীয় পদক! ৫০ মিটার শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুসলে, প্রথম অলিম্পিকেই হল বাজিমাত

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) তৃতীয় পদক পেল ভারত। এবারের অলিম্পিকে ভারতের হয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন শ্যুটার স্বপ্নিল কুসলে (Swapnil Kusale)। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে (3P ইভেন্ট) এই পদক জিতেছেন স্বপ্নিল। জানিয়ে রাখি যে, ভারতের স্বপ্নিল কুসলে তাঁর প্রথম অলিম্পিক খেলছেন। আর প্রথমবার অংশগ্রহণ করেই পদক জিতলেন তিনি। কোয়ালিফিকেশনে ৭ নম্বর স্থানে থাকা স্বপ্নিল ৪৫১.৪ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেছেন।

প্যারিস অলিম্পকে (Paris Olympic 2024) ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুসলে:

জানিয়ে রাখি যে, ২০১৫ সালে কুয়েতে সম্পন্ন হওয়া এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেল প্রোন ৩ ইভেন্টে স্বর্ণপদক জেতেন স্বপ্নিল কুসলে। এছাড়াও, গগন নারাং এবং চেন সিং-এর মতো বড় শ্যুটারদের হারিয়ে তুঘলকাবাদে ৫৯ তম জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন স্বপ্নিল। এবার অলিম্পিকের (Paris Olympic 2024) মঞ্চে পদক পেলেন তিনি।

Swapnil Kusale won bronze in Paris Olympic 2024.

ভারত এখনও পর্যন্ত শুধু শুটিংয়েই পদক জিতেছে: এদিকে, চলতি বছরের অলিম্পিক গেমসে (Paris Olympic 2024) এটি ভারতের তৃতীয় ব্রোঞ্জ পদক। এর আগে, মনু ভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম বিভাগে সরবজোত সিংয়ের সাথে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এদিকে, এখনও পর্যন্ত, প্যারিস অলিম্পিকে ভারতের সমস্ত পদক শ্যুটিং রেঞ্জ থেকে এসেছে।

আরও পড়ুন: রেস্তোরাঁয় করতেন কাজ, প্রতিদিন মিলত ৭ টাকা! আজ ৩ কোটির ব্যবসা দাঁড় করালেন অমরদীপ, চমকে দেবে কাহিনি

3P ইভেন্ট: জানিয়ে রাখি যে, 3P ইভেন্টটিতে হাঁটু গেড়ে (নিলিং), প্রোন এবং দাঁড়ানো অবস্থানে প্রতিদ্বন্দ্বিতা করা হয় এবং নিলিং ও প্রোন প্রতিটিতে পাঁচটি শটের তিনটি সিরিজ জড়িত। এদিকে, ৪০ তম শটের পরে এলিমিনেশন শুরু হয়। দ্বিতীয় স্ট্যান্ডিং সিরিজে দুই শ্যুটারকে বাদ দেওয়া হয়। এর পরে, বিজয়ীর সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতিটি শট এলিমিনেশন শট হয়।

আরও পড়ুন: ১-২ দিন নয়, অগাস্টে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা

চিন স্বর্ণপদক জিতেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ইভেন্টে শীর্ষে রয়েছেন চিনের ইউকুন ও ইউক্রেনের কুলিশ। চিনা খেলোয়াড় ৯.৯ (৪৬৩.৬) স্কোর করেন এবং ইউক্রেনের খেলোয়াড় ১০ স্কোর করেন। কিন্তু স্বর্ণপদক চিনের কাছে যায় এবং কুলিশ রুপো পেয়েছেন। এদিকে, একটি উল্লেখযোগ্য বিষয় হল ভারতের অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো শ্যুটাররা একই গেমসে তিনটি পদক জিতেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর