স্বরা ভাস্করকে ‘আন্টি” বলেছিল চার বছরে শিশু শিল্পী, রেগে গিয়ে অভিনেত্রী দিলেন গালি!

নয়া দিল্লীঃ টেলিভিশনে দেখানো কমেডি শোয়ের প্রধান উদ্দেশ্য হল মানুষকে হাসানো। প্রতিদিনের একঘেয়ে জীবনে কিছু হাসি ঠাট্টা করার জন্যই মানুষ টিভি অন করে কমেডি শো দেখে। আর এইসব অনুষ্ঠানে কিছু কিছু জিনিষের উপর বিশেষ নজর রাখা হয়। যেহেতু অনুষ্ঠান গুলো প্রতিটি বয়সের মানুষই দেখে, তাই অনুষ্ঠানে গালিগালাজ অথবা অপশব্দ ব্যাবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। কিন্তু বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এসব নিয়ে মাথা ঘামান না। আর এই জন্য উনি যাখুশি তাই বলে দেন।

এরকমই এক ভিডিও সামনে এসেছে, যেখানে অভিনেত্রী স্বরা ভাস্কর চার বছরের এক শিল্পীর নাম নিচ্ছে। আর সেখানে তিনি ওই চার বছরের শিশু শিল্পীকে চু*ইয়া আর কামি** বলেন। উই এই মন্তব্য ইউটিউবে আবিশ ম্যাথু এর কমেডি শো ‘Son of Abish’ এর একটি এপিসোডে করেন।

ওই এপিসোডে স্বরা নিজের বিজ্ঞাপন নিয়ে কথা বলছিলেন, যেটা একটি সাবানের বিজ্ঞাপন ছিল। সেই সময় উনি বলেন, আমি তখন খুবই আশ্চর্য হয়েছিলাম যে, একটি চার বছরের শিশু শিল্পী আমাকে আন্টি বলে ডেকেছিল। স্বরা ওই ঘটনার কথা উল্লেখ করে ওই শিশু শিল্পীকে চু*ইয়া বলেন। স্বরার এই মন্তব্য শুনে দর্শকেরা হাসলেও! এটি কিন্তু শিশুদের বিরুদ্ধে বলা একটি অপমানজনক বাক্য।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর