‘এখন আর এমন সুন্দর পুরুষ পাওয়া যায় না কেন?’ বাবাকে স্মরণ করে নস্ট‍্যালজিক স্বস্তিকা

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের (tollywood) অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (swastika mukherjee)। ‘কুল’ স্বভাবের জন‍্য বিশেষ ভাবে পরিচিত তিনি। বহু বার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছে স্বস্তিকার নাম। হেয়ারস্টাইল থেকে শুরু করে বিষ্ফোরক মন্তব‍্য, সোশ‍্যাল মিডিয়ায় বারে বারে ট্রোল হয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই সপাটে জবাব দিয়ে দুরন্ত কামব‍্যাক করেছেন স্বস্তিকা।

   

তবে অসাধারন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন মা ও তিনি। মেয়ে অন্বেষার সঙ্গে বন্ধুর মতোই মেশেন তিনি। কিন্তু তিনি যাঁর মেয়ে অর্থাৎ বাবা সন্তু মুখার্জিকে (santu mukherjee) গত বছরেই হারিয়েছেন স্বস্তিকা। অভিনয়টা বাস্তবিকই তাঁর রক্তে। সন্তু মুখোপাধ‍্যায় ছিলেন একজন অসাধারন অভিনেতা। সিনেমা, সিরিয়াল দুই ক্ষেত্রেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন।


এ বছর ফাদার্স ডে তে বাবার অনুপস্থিতিতে স্মৃতিটাই ফিরে দেখলেন স্বস্তিকা। রবিবার ফাদার্স ডে উপলক্ষে একটি পুরনো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। বাবার কোলে উঠে তাঁকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে ছোট্ট স্বস্তিকাকে। দুজনের মুখেই মিষ্টি হাসি। ৫৯ হাজার লাইক পড়েছে ছবিটিতে।


ক‍্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘এখন আর এমন সুন্দর দেখতে পুরুষ খুঁজে পাওয়া যায় না কেন? কেউ খুঁজে পেলে বোলো। হুবহু নকল হলে সবথেকে ভাল হয়। আমার দেখা সবথেকে দয়ালু মানুষটাকে জানাই হ‍্যাপি ফাদার্স ডে। আমার আগামী ও তার পরের জন্মেও আমার কাছে ফিরে এসো।’

https://www.instagram.com/p/CQVvTOehENY/?utm_medium=copy_link

২০২০র ১১ মার্চ প্রয়াত হন অভিনেতা সন্তু মুখার্জি। অনেকদিন ধরেই ব্লাড সুগার ও হাইপারটেনশনের মতো রোগে আক্রান্ত ছিলেন তিনি। সঙ্গে চলছিল ক‍্যানসারের বিরুদ্ধে লড়াই। ‘বিষ’ বছরেই থেমে যায় সেই লড়াই। বাবাকে স্মরণ করে মাঝে মাঝেই পুরনো ছবি শেয়ার করতে থাকেন স্বস্তিকা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর