T-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল বাছলেন আকাশ চোপড়া, কোহলি-রোহিতকে বাদ দিয়ে এনাকে করলেন অধিনায়ক

 বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকারের কাজ করা আকাশ চোপড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার পছন্দের ভারতীয় দল বেছে নিয়েছেন। তার দলে বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মতো মহাতারকাদের জায়গা দেননি তিনি। দুজনেই সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলতে পারেননি। আইপিএল ২০২২-এর পারফরম্যান্সের উপর ভিত্তি করে আকাশ চোপড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার পছন্দের ভারতীয় দলকে বেছে নিয়েছেন।

Aakash Chopra,T-20 World Cup,IPL 2022

তার এই দলে রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি রিশভ পন্থ এবং ভুবনেশ্বর কুমারকেও জায়গা দেননি আকাশ চোপড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছা এই দলে লোকেশ রাহুল এবং ঈশান কিষানকে দলের ওপেনার হিসেবে জায়গা দিয়েছেন তিনি। আকাশ চোপড়া তার দলের মিডল অর্ডারে রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, সঞ্জু স্যামসন, দিনেশ কার্তিককে জায়গা দিয়েছেন। পন্থের বদলে উইকেটরক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করেছেন দীনেশ কার্তিক, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণকে।

তার এই দলে অলরাউন্ডার হিসেবে চোট কাটিয়ে ফেরা হার্দিক পান্ডিয়া, তার ভাই ক্রুনাল পান্ডিয়া এবং দীপক হুডাও জায়গা পেয়েছেন। হার্দিক পান্ডিয়াকেই তার এই দলের অধিনায়ক করেছেন আকাশ চোপড়া। ফের একবার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আকাশ চোপড়া ফাস্ট বোলার হিসেবে মহম্মদ শামি, আবেশ খান, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল এবং যশপ্রীত বুমরাহকে বেছে নিয়েছেন।

একাদশটি অনেকটা এইরকম:

লোকেশ রাহুল, ঈশান কিষান, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, সঞ্জু স্যামসন, দিনেশ কার্তিক, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, আভেশ খান, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষল প্যাটেল এবং যশপ্রীত বুমরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর