নাশকতার ছক: পাকিস্তান থেকে উড়ে আসা পায়রার পায়ে বাঁধা ‘কোড মেসেজ

বাংলাহান্ট ডেস্কঃ পায়রার (Pigeon) পায়ে বাঁধা একটা রিংয়ের মত জিনিস। সেই আংটা বা রিংয়ের মধ্যে লেখা রয়েছে কয়েকটা সংখ্যা। যেন সাংকেতিক ভাষায় কোডের সাহায্যে কিছু তথ্য লেখা রয়েছে। এমনই এক পায়রা উদ্ধার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়া গ্রামের কাছে আন্তর্জাতিক সীমানা বরাবর খোঁজ পাওয়া গিয়েছে এই পায়রার।

স্থানীয় গ্রামবাসীরাই প্রথম এই পায়রাটিকে দেখতে পান। তাঁরাই খবর দেন এলাকার থানায়। পুলিশ আসতেই গোটা ঘটনা সামনে এসে। ইতিমধ্যেই পায়রাটিকে নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দা আধিকারিকরা। তাঁদের অনুমান পায়রাটিকে পাকিস্তান থেকে ট্রেনিং দিয়ে ভারতের ভূখণ্ডে পাঠানো হয়েছে চরবৃত্তি করার জন্য। হিরানগর সেক্টরের মানয়ারি (Manyari of Hiranagar sector) গ্রামের কাছে এই পায়রাটিকে উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের ‘স্পাই’ এই পায়রার পায়ে বাঁধা রিংয়ে ঠিক কী বার্তা লেখা রয়েছে আপাতত সেটা উদ্ধারে নজর দিয়েছেন গোয়েন্দারা। পাশাপাশি কাঠুয়া এবং সংলগ্ন এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এর পিছনে কারা জড়িত এবং এই পায়রার পায়ে থাকা সাংকেতিক বার্তার সঙ্গে আগামী দিনের কোনও নাশকতা বা হামলার যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

গত কয়েকদিন বেশ কয়েকবার উত্তপ্ত হয়েছে জম্মু ও কাশ্মীর। সপ্তাহ খানেক আগেই শ্রীনগর এনকাউন্টারে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের ২ জঙ্গি। আজ সোমবার কুলগামে আরও একটি এনকাউন্টারে খতম হয়েছে জম্মু ও কাশ্মীরের আইএস শাখার ২ জঙ্গি। এর মধ্যে জঙ্গি হামলায় শ্রীনগরের (Srinagar) প্রান্তদেশে নিহত হয়েছেন বিএসএফের ২ জওয়ান। সর্বোপরি কিছুদিন আগেই এনকাউন্টারে খতম হয়েছে উপত্যকার ত্রাস হিজবুলের মোস্ট ওয়ান্টেড কম্যান্ডার রিয়াজ নাইকু। পরপর এত ঘটনার পর এবার উপত্যকায় পাকড়াও হল এই ‘স্পাই’ পায়রা, যেটি আবার পাকিস্তানের দিক থেকেই উড়ে এসেছে বলে দাবি করা হয়েছে।

সম্পর্কিত খবর