এক নজরে দেখে নিন আজ ‘ভার্চুয়াল’ মোহনবাগান দিবসে কি কি চমকপ্রবন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী আজ পশ্চিমবঙ্গে সপ্তাহিক লকডাউন। করোনা উদ্বেগের জন্য অন্যবারের মত এবার বড় করে “মোহনবাগান দিবস” পালন করতে পারছেনা মোহনবাগান ক্লাব কর্তারা। কিন্তু তাই বলে কি “মোহনবাগান দিবস” পালন হবে না? অবশ্যই হবে। এই বছর ভার্চুয়ালি “মোহনবাগান দিবসে”-র আয়োজন করেছে মোহনবাগান ক্লাব কর্তারা। করোনা ভাইরাসের জেরে রাজ্যজুড়ে লকডাউন। সেই কারণে ক্লাব প্রাঙ্গণে সমর্থকদের না আসার অনুরোধ জানিয়েছেন মোহনবাগান ক্লাব কর্তারা।

4447593229d34fe2a74019567017b2b6c61d0777befe79908e6f9100e19c0547727954ad

বুধবার মোহনবাগান দিবসে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক:
সকাল 9 টায় মোহনবাগান দিবসের সূচনা। মোহনবাগান ক্লাব সভাপতি স্বপন সাধন বসু ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন।
সকাল 9:30 থেকে 10:00:- মোহনবাগান দিবস উদ্বোধনী অনুষ্ঠান।
সকাল 10 টা:- বিশেষ ভিডিও মোহনবাগান দিবসকে কেন্দ্র করে।
সকাল 11:30 থেকে 1:00:- মোহনবাগানের বিভিন্ন পুরনো ঐতিহাসিক ম্যাচের ভিডিও ফুটেজ দেখানো হবে।
দুপুর 1:30 থেকে বিকেল 4:30:- মোহনবাগান দিবসে যে সমস্ত মানুষরা সম্মান পাবেন তাদেরকে বিশেষ ভিডিও দেখানো হবে।

IMG 20200729 084742

বিকেল 5:00 থেকে 5:30:- সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত “আগামীর স্বপ্ন” টক-শোতে অংশ নেবেন।
বিকেল 5:45 থেকে সন্ধ্যা 6:15:- প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং শিল্টন পাল “ঘরের ছেলে” টক-শোতে অংশগ্রহণ করবেন।
সন্ধ্যা 6:30 থেকে 7:30:- বিশেষ টক-শোতে অংশগ্রহণ করবেন ব্যারেটো, সনি নর্ডে, জসেবা বেইটিয়া এবং বাইচুং ভুটিয়া।
এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই সমস্ত অনুষ্ঠান গুলি দেখা যাবে মোহনবাগানের সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব চ্যানেলে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর