শীতে খুব চুল উঠছে? এই ঘরোয়া টোটকা গুলি একবার মেনে চলে দেখুন

বাংলা হান্ট ডেস্ক : শীত দরজায় কড়া নাড়ছে, একদিকে খাওয়া দাওয়ার জন্য শীত মোক্ষম সময় হলেও স্বাস্থ্যের বিশেষ করে সৌন্দর্যের দিক থেকে কিন্তু এই শীত সমস্যায় ফেলে। বিশেষ করে রুক্ষ শুষ্ক ত্বক, শীতের অন্যতম সমস্যার কারণ। তারপরে খুশকি এবং চুল ওঠা এসবের সমস্যার জেরে শীতকালে পার্টি তো চুলোয় যাক, যেন কোনও কিছুতেই মন লাগে না। এমনিতেই পুষ্টিবিদদের মতে দিনে পঞ্চাশ থেকে এক শটি বেশি যদি চুল সরে যায় তা হলে তা অস্বাভাবিক।

আসলে শীতকালে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বক অত্যন্ত শুষ্ক আর রুক্ষ হয়ে পড়ে আর তাই তো চুল ওঠা শুরু হয়। শীতকালে চুলের সঠিক যত্ন নেওয়া উচিত। শীতে যদি চুল ওঠার হাত থেকে রেহাই পেতে চান সে ক্ষেত্রে কিন্তু এই বিশেষ ঘরোয়া টোটকা গুলি একবার মেনে চলে দেখতে পারেন-

   

1. মধু ও নারকেল তেলের প্যাক- এই প্যাকটি বানানোর জন্য প্রথমে একটি গোটা পাকা কলা ভালো করে চটকে নিয়ে তার সঙ্গে দু চামচ মধু এক চামচ নারকেল তেল এবং এক কাপ কাঁচা দুধ মিশিয়ে ভাল করে প্যাক তৈরি করে নিন তারপর স্মৃতি মাথায় লাগিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিন শুকিয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

2. ডিম ও টক দইয়ের প্যাক- দু তিনটি ডিমের কুসুম নিয়ে তাঁর সঙ্গে আধ কাপ টক দই মিশিয়ে ভাল করে ফেটিয়ে চুলের গোড়া থেকে ডগা অবধি লাগিয়ে রাখুন এরপর আধঘণ্টা লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন, সপ্তাহে দুই থেকে তিন বার এই প্যাকটি ব্যবহার করলেই হাতে নাতে ফলাফল দেখতে পাবেন।

3. ডিম ও দুধের প্যাক- এই প্যাক তৈরির জন্য প্রয়োজন দুটো ডিমের কুসুম এবং এক কাপ কাঁচা দুধ দু চামচ অলিভ অয়েল এবং দু চামচ পাতিলেবুর রস। সবগুলোকে এক ভাবে ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক তৈরি করুন তার পর কোথায় লাগে নিন সেটি, আধঘণ্টা লাগিয়ে রেখে তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিন দিন করুন।

সম্পর্কিত খবর