ভয় পেয়েছে তালিবানরা, ভারতের ক্ষমতায় লেজ গুটিয়ে পালাচ্ছে জঙ্গিরা

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে আফগানিস্তানের (Afghanistan) অবস্থা সকলেরই জানা যাছে। যেভাবে প্রতিনিয়ত আশরাফ গনির সরকারকে ক্রমাগত পেছনে ঠেলছে তালিবানরা (Taliban), তার জন্য চিন্তিত বিশ্বের অনেক দেশই। তবে ভারত তাঁদের মধ্যে একটু বেশিই চিন্তিত। কারণ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আফগানিস্তানে ভারত সরকার প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। তবে এখন সেই অবস্থায় কিছুটা হলেও পরিবর্তন এসেছে।

   

কয়েক সপ্তাহ আগে যে যে তালিবান মুখপত্ররা অভিযোগ করেছিল, ভারতের দেওয়া হাতিয়ার দিয়ে সাধারণ নাগরিক এবং তালিবানদের উপর হামলা করেছে আফগান সেনাবাহিনী, এখন তারাই বলছে, ‘আমরা ভারতের কোন প্রকল্প নষ্ট করব না। ভারত শুধুমাত্র আফগান সরকারকে সমর্থন করা বন্ধ করে দিক’।

বিষয়টা হল, বর্তমান সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি পদ পেয়েছে ভারত। আর এর দ্বারা কাউন্সিলের মধ্যে কী হবে, কিভাবে সবকিছু পরিচালিত হবে, কি প্রস্তাব পাশ করা হবে- এসমস্ত সবই এখন ভারতের উপর নির্ভর করছে। তাই এই পরিস্থিতিতে আফগানিস্তান যদি ভারতকে অনুরোধ করে, তাহলে তালিবানদের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ করতে পারে ভারত। আর এর ফলে কূটনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হবে তালিবানরা। সেই কারণেই তাঁরা এখন উলটো সুর গাইছে।

তবে ভারত যদি মনে করে, তালিবানদের বিরুদ্ধে কিছু করবে, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তায় আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে পারে। আর এই বাহিনীতে বিশ্বের বিভিন্ন দেশের সমস্ত শক্তিশালী সেনারা মোতায়েন রয়েছে। যার কারণেই কিছুটা ভীত হয়ে পড়েছে তালিবানরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর