ব্যর্থ হয়ে শান্তির বানি, ইসলামিক শাসনের দোহাই দিয়ে পঞ্জশিরের কাছে বিশেষ আর্জি তালিবানের

বাংলা হান্ট ডেস্কঃ কার্যত গোটা আফগানিস্তান দখল করে নিলেও এখনও তালিবানদের কাছে নেপোলিয়নের ওয়াটারলু হয়ে রয়েছে পঞ্জশির। বারবার সেনা পাঠালেও আহমেদ মাসুদের প্রতিরোধ বাহিনীকে নির্মূল করতে কার্যত ব্যর্থ হয়েছে তারা। ঠিক যতখানি দৃঢ়তার সঙ্গে আক্রমণ করেছে তালিবান, ততটাই দৃঢ়তার সঙ্গে প্রত্যাঘাত করেছে প্রতিরোধ বাহিনী। কার্যত ব্যর্থ হয়ে এবার পঞ্জশিরের নাগরিকদের উদ্দেশ্যে শান্তির বার্তা দিতে চাইছে তারা।

তবে এই বার্তাও এসেছে এমন সময় যখন বুধবার তালিবান এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে চলছে চরম সংঘর্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার রাত ১১ টার দিকে পঞ্জশির প্রদেশের বাঘলান প্রদেশের জাবাল সরাজ, খাওয়াক পাঞ্জশির এবং আন্দরাব জেলায় আক্রমণ শুরু করে তালিবানরা। তারপর থেকেই লাগাতার চলছে গুলিবিনিময়। তারই মাঝে এবার শান্তির জন্য পাঞ্জশিরের বাসিন্দাদের উদ্দেশ্যে আবেদন জানালেন তালিবান নেতা আমির খান মুতাকি।

তার মতে, পাঞ্জশিরে কিছু সংখ্যক মানুষ যুদ্ধ করতে চায়। কিন্তু শান্তির পথে হাঁটতে চায় তালিবান। মুতাকি এও জানান, তারা এই সমস্যার বিষয়ে আলোচনা করেছেন কিন্তু কোনও সমাধান সূত্র আসেনি। আর সেই কারণেই এলাকার জনগণকে ইসলামী আমিরাতে যোগ দেওয়ার আবেদন জানান তিনি। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ, প্রকাশ করে তার এই অডিও বার্তা।

northern masood panjshir

অবশ্য তাজাকিস্তানের রাষ্ট্রদূত মুহম্মদ জহির আগবার স্পষ্টতই জানান, তিনি মনে করেন না তালিবানিরা আদৌ শান্তিপূর্ণ আলোচনা চায়। কারণ তারা রাজনীতিবিদ নয় আসলে সন্ত্রাসী। তার মতে, তারা নিষ্ঠুর এবং আক্রমণাত্মক আর তাই তারা চায় আহমেদ মাসুদের প্রতিরোধ বাহিনীকে নির্মূল করতে। কারণ তাহলেই সম্পূর্ণ আফগানিস্তান তাদের দখলে আসবে।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর