ধোনির মতো ম্যাচ ফিনিশার পেল ভারত, নির্বাচকদের চিন্তা দূর করছে এই বিধ্বংসী ব্যাটসম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়েছেন। ধোনিকে একসময় বিশ্ব ক্রিকেটের সেরা ফিনিশার হিসেবেও বিবেচনা করা হতো। কিন্তু ধোনি অবসর নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেট এখনও তার মতো ফিনিশার খুঁজে পায়নি। কিন্তু এখন এমন একজন সম্ভাবনাময় ক্রিকেটারের সন্ধান সম্প্রতি পাওয়া গেছে।

এই প্রতিবেদনে যে ব্যাটসম্যানের কথা বলা হচ্ছে, সে একেবারে অপরিচিত নন। তিনি আর কেউ নন তিনি হলেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা তামিলনাড়ুর মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরুখ খান। বেশ কিছুদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ছেন শাহরুখ খান। সম্প্রতি, তামিলনাড়ু কর্ণাটককে ১৫১ রানে হারিয়ে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে প্রবেশ করেছে। ডেথ ওভারগুলিতে শাহরুখ খান ৩৯ বলে সাতটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন। এই প্রথমবার নয় যে ম্যাচে দ্রুত ইনিংস খেলে নিজের দলকে জেতালেন শাহরুখ।

MS Dhoni,মহেন্দ্র সিং ধোনি,Team India,ভারতীয় দল,Shah Rukh Khan,শাহরুখ খান,Tamilnadu,তামিলনাড়ু,Punjab Kings,পাঞ্জাব কিংস,IPL 2022,আইপিএল ২০২২

সম্প্রতি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল ম্যাচে, তামিলনাড়ু কর্ণাটককে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে। এই ম্যাচে তামিলনাড়ুর শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান এবং তখনই শাহরুখ খান ছক্কা মেরে তামিলনাড়ুকে জয় এনে দেন। ম্যাচ জিততে শেষ ওভারে তামিলনাড়ুর দরকার ছিল ১৬ রান। অনেকটা যেন ধোনির মতোই শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান শাহরুখ।

আইপিএলেও শাহরুখ পাঞ্জাব কিংসের হয়ে কয়েকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। পাঞ্জাব দল হিসাবে সাফল্য না পেলেও এবার সবার নজর কেড়েছেন শাহরুখ। আগামী মাসেই হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। এমন পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা শাহরুখ খানের দিকেই নজর থাকবে ১০টি দলেরই। ডেথ ওভারে ঝোড়ো ব্যাটিং করার ক্ষমতা থাকায় তিনি যে কোনও দলের অ্যাসেট হতে পারেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর