দর্শনার্থীদের সুরক্ষার জন্য তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বসানো হলো অটোমেটিক সেন্সর ট্যানেল 

 

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম

   

বিশ্বজুড়ে করোনা মহামারীর জেরে প্রায় তিন মাস যাবৎ মন্দির বন্ধ থাকার পর সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত ধর্মীও স্থান খোলার জন্য সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বর্তমানে কিছু মন্দির খুললেও তারাপীঠ মন্দির খুলছে না বলে জানিয়ে দেন তারাপীঠ মন্দির কমিটি।

চলতি মাসের ১৪ তারিখ মন্দির কমিটির মিটিং এর সিদ্ধান্ত পরে জানানো হবে কবে খুলছে তারাপীঠ মন্দির। তাই মন্দির খোলার পর দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে অটোমেটিক সেন্সর ট্যানেল বসানোর কাজ শুরু হলো তারাপীঠ মন্দির প্রাঙ্গণে।

এই সেন্সর ট্যানেল মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশের সঙ্গে সঙ্গে অটোমেটিক সানিটেশন হয়ে যাবে, এই অটোমেটিক সেন্সর ট্যানেল মন্দির প্রাঙ্গনের তিনটি গেটে বসানো হচ্ছে বলে জানান মন্দির কমিটি। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান “

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর