তাবলীগ জামাতকে ব্যান করা হোক, দাবি তুললেন তসলিমা নাসরিন

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তবলিঘি জামাত যাওয়ার পর প্রায় ৯ হাজার মানুষ চিন্তায়  আছেন। যাঁদের মধ্যে বেশিরভাগ মানুষের শরীরেই গেড়ে বসেছে COVID-19। যার জেরে আরও আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর আক্রন্ত আরো বাড়তে পারে। এদিন তসলিমা নাসরিন নিজামুদ্দিন এ জমায়েত নিয়ে মুখ খোলেন।

তিনি ক্ষোভ প্রকাশ করেন। এর আগে সাংসদ নুসরত জাহান নিজামুদ্দিনের ঘটনা প্রসঙ্গে বলেন, “কিছু মানুষের কারণে লক্ষ লক্ষ দেশবাসী বিপদের মুখে পড়েছেন। এটা তো দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ। এক্ষেত্রে প্রশাসনের চেয়েও বেশি দায়ী সেসব মানুষেরাই। যাঁরা লকডাউন ঘোষিত হওয়ার পরও এই অনুষ্ঠানে ছিলেন।”

টুইট করে নিজামুদ্দিনের জমায়েতের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তসলিমা। সেদিন টুইটে তিনি দাবি করেন, এই জমায়েত ঠিক হয়নি, তাতে আক্রান্ত সংখ্যা আরো বেড়ে যাচ্ছে।করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর ভারোতেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ এর বেশী।

এছাড়া মালয়েশিয়ায় করোনা আক্রান্তের মৃত্যুর প্রসঙ্গে টেনে তসলিমা টুইট করে বলেন ” মালয়েশিয়ায় মৃত্যুর সঙ্গে তবলিঘি জামাতের যোগ রয়েছে। তারপরেও ভারত কেন জমায়েত করতে দিল, সেই প্রশ্ন তোলেন তিনি।”

সম্পর্কিত খবর