১৪ হাজার কোটি খরচ করে ভারতকে আলোকিত করবে টাটা, আম্বানিরা! হবে ১ লক্ষ চাকরির সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সরকার প্রতিনিয়ত দেশে সোলার সেক্টরের (Solar Sector) দিকে নজর রাখছে। মূলত, প্রতিটি বাড়িতে সস্তায় বিদ্যুতের লক্ষ্যপূরণ করতে সোলার পাওয়ার সেক্টরে জোর দিচ্ছে সরকার। ঠিক এই আবহেই সরকারের তরফে দেশে ৩৯ হাজার ৬০০ মেগাওয়াট অভ্যন্তরীণ সোলার ইউনিট স্থাপনের ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, এর জন্য, সরকার PLI স্কিমের অধীনে সংস্থাগুলিকে ১৪,০০৭ কোটি টাকা দিতে চলেছে। এদিকে, এই কর্মকান্ডের জন্য যে সংস্থাগুলিকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স, টাটা গ্রুপের টাটা পাওয়ার, জিন্দাল গ্রুপের জেএসডব্লিউ-র মতো কোম্পানি।

এই প্রসঙ্গে ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ৩৯,৬০০ মেগাওয়াটের এই স্কিমে রিলায়েন্স ৪,৮০০ মেগাওয়াট, টাটা ৪,০০০ মেগাওয়াট এবং জিন্দালের জেএসডব্লিউ ১,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করবে।

হবে ১ লক্ষ কর্মসংস্থান: এমতাবস্থায় অনুমান করা হচ্ছে, এই প্রকল্পটি ২০২৪ সালের অক্টোবর থেকে শুরু হবে। ওই রিপোর্টে বলা হয়েছে, সরকারের এই প্রকল্পে সংশ্লিষ্ট সংস্থাগুলি সারা দেশে এক লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এদিকে, মোট ১ লক্ষ চাকরির মধ্যে ৩৫,০১০ জন ডাইরেক্ট এবং ৬৫ হাজারেরও বেশি ইনডাইরেক্ট কর্মসংস্থান মিলবে। পাশাপাশি, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শেষ হলে দেশের সোলার পাওয়ার সেক্টর একটি নতুন মাত্রা পাবে এবং সমগ্ৰ দেশে সস্তায় বিদ্যুতের স্বপ্নপূরণ হবে বলেও মনে করা হচ্ছে।

large projects mobile

PLI স্কিম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোলার সেক্টর হোক বা ম্যানুফ্যাকচারিং সেক্টর, মেক ইন ইন্ডিয়ার অধীনে সরকার সেই সমস্ত সংস্থাগুলিকে ভর্তুকি দিচ্ছে যারা দেশেই জিনিসপত্র তৈরি করছে। ইতিমধ্যেই স্মার্টফোন সেগমেন্টেও একাধিক কোম্পানি সরকারের PLI স্কিমের অধীনে অন্তর্ভুক্ত হয়েছে। এর প্রভাবে এখন উৎপাদন ক্ষেত্রে ভারতের আধিপত্য বাড়ছে। পাশাপাশি, Apple-এর মতো জায়ান্ট কোম্পানিও চিন ছেড়ে ভারতে তাদের প্ল্যান্ট স্থাপন করছে। এছাড়াও, একাধিক স্থানীয় কোম্পানিও সরকারের PLI প্রকল্পের সুবিধা নিয়ে মেক ইন ইন্ডিয়ার প্রচার করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর