Punch অতীত, এবার আরও একটি দুর্দান্ত মাইলেজের গাড়ি আনল টাটা! দাম ও ফিচার্স চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক : CNG গাড়ির দুনিয়ায় দাপটের সঙ্গে রাজ করছে টাটা মোটরস। কয়দিন আগেই সামনে এসেছে সংস্থাটির বহুল চর্চিত কম্প্যাক্ট SUV টাটা পাঞ্চ। আর তারপরেই বাজারে এল আরও দুটি জনপ্রিয় গাড়ির কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চালিত ভার্সন। সম্প্রতি আরও একটি সেডান আর একটি হ্যাচব্যাক লঞ্চ করেছে সংস্থাটি। আর সেগুলি হল Tata Tiago CNG এবং Tata Tigor CNG।

একটা দুটো নয়, এই নিয়ে চতুর্থবার দেশে CNG গাড়ি লঞ্চ করল টাটা মোটরস। Tata Altroz এর CNG ভেরিয়েন্টের পর Tiago এবং Tigor-রও CNG ভার্সন বাজারে এনেছে সংস্থাটি। যদিও এই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছে মারুতি সুজুকি। ইতিমধ্যেই প্রায় ১ ডজনের বেশি CNG গাড়ি লঞ্চ করে ফেলেছে সংস্থাটি। পিছিয়ে নেই জাপানি সংস্থা হুন্ডাই-ও।

   

ইতিমধ্যেই টাটা পাঞ্চের প্রতিদ্ধন্দ্বী Exter গাড়িরও CNG ভার্সন এনেছে তারা। যাইহোক, আপাতত টাটার এই নতুন দুই গাড়ির দামের কথা বললে, Tata Tiago এবং Tata Tigor CNG গাড়ি দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে – 6.55 লাখ টাকা এবং 7.80 লাখ টাকা (এক্স-শোরুম)। যেখানে Tata Punch CNG গাড়টির প্রারম্ভিক দাম হচ্ছে 7.10 লাখ টাকা।

এবং যদি গাড়িদুটির বিশেষ কিছু ফিচার্সের কথা বলি তাহলে Tata Tiago এবং Tata Tigor গাড়ি দুটিতে রয়েছে টুইন সিলিন্ডার প্রযুক্তি। অর্থাৎ এতে আপনি দুটি সিলিন্ডার পাবেন যাদের সম্মিলিত ক্যাপাসিটি 60 লিটার। গাড়িটিতে আপনি পেয়ে যাবেন, 1.2 লিটার 3 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন সঙ্গে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার। এই ইঞ্জিনটি সর্বোচ্চ 86 হর্সপাওয়ার এবং 113 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। যদিও CNG মোডে এর সর্বোচ্চ শক্তি হয় 73 হর্সপাওয়ার।

tata motors

টাটা মোটরসের এই CNG গাড়িগুলিতে নতুন কী : অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, কী এমন নতুন রয়েছে এই গাড়িতে? জানিয়ে রাখি, সংস্থাটি একটির বদলে ডুয়াল সিলিন্ডার ব্যবহার করেছে এবং সেটি বুট স্পেসের নিচে রেখেছে। যার ফলে গাড়ির ভেতর অনেকটাই জায়গা পাবেন যাত্রীরা। সাধারণত এই বিষয়টা অন্যান্য CNG গাড়িতে দেখা যায়না। সূত্রের খবর, এটার জন্য নির্দিষ্ট পেটেন্টও ফাইল করেছিল টাটা মোটরস।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর