পুনেতে কারখানার উৎপাদন কমাচ্ছে টাটা, পরিস্থিতি খারাপ হলে বন্ধও হতে পারে

বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসে (corona virus) ভারত (india) ও মহারাষ্ট্রের (Maharashtra) মানুষ সবচেয়ে বেশি  আক্রান্ত হয়েছেন। শনিবার সকাল অবধি ওই রাজ্যে ৫২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ মিলেছে। এই পরিস্থিতিতে পুনেয় (pune) টাটা (TATA)মোটরসের কারখানায় দ্রুত উৎপাদন কমিয়ে ফেলা হচ্ছে। শুক্রবার ওই সংস্থা জানিয়েছে, পরিস্থিতি যদি আরও গুরুতর আকার ধারণ করে, কারখানা বন্ধ করে দেওয়া হবে।

   

ব্রিটিশ লাক্সারি কার জাগুয়ার ও ল্যান্ড রোভারের মালিক টাটা মোটরস আগামী সোমবার থেকেই উৎপাদন আরও কমিয়ে আনবে। পরিস্থিতি খারাপ হলে কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে মঙ্গলবার। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর গুয়েন্তার বুটসচেক জানিয়েছেন, ৩১ মার্চের আগে কারখানায় স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ার সম্ভাবনা নেই।

বুটসচেক বিব্ররতি দিয়ে বলেন, “আমরা পরিস্থিতির ওপরে সতর্ক নজর রাখছি। যে সব রাজ্যে আমাদের কারখানা আছে, সেখানে কী পরিস্থিতি সৃষ্টি হয় দেখে সিদ্ধান্ত নেব।”

দেশের বৃহত্তম ট্রাক নির্মাতা টাটা মোটরসের কারখানাগুলি দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে। তার মধ্যে পুনের কারখানায় তৈরি হয় বড় প্যাসেঞ্জার কার ও ট্রাক। এদিন টাটা সনসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, তাঁদের প্রতিটি সংস্থাই স্থায়ী ও অস্থায়ী কর্মীদের মার্চ-এপ্রিল মাসের পূর্ণ বেতন দেবে। কোয়ারান্টাইনের জন্য যদি কেউ আসতে না পারেন অথবা কারখানা বন্ধ থাকে, তাহলেও কারও বেতন কাটা যাবে না।

 

এর মধ্যে বিশ্ব জুড়ে কোভিড-১৯ রোগে মারা গিয়েছেন ১১ হাজারের বেশি। অসুস্থ হয়েছেন আড়াই লক্ষের বেশি মানুষ। এই পরিস্থিতিতে হু-র প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেইসাস ভারচুয়াল সাংবাদিক বৈঠক করলেন জেনিভায়। গত শুক্রবার মহারাষ্ট্র সরকার নির্দেশ দিয়েছে, মুম্বই, পুনে সহ তিনটি শহরে অত্যাবশ্যকীয় পরিষেবা বাদে সব অফিস ও দোকান বন্ধ থাকবে। সেখানে তিনি তরুণদের সতর্ক করে বলেন, তোমাদেরও নিশ্চিত হওয়ার কারণ নেই। সাধারণত বয়স্কদেরই করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে বেশি। কিন্তু অনেকক্ষেত্রে যুবক-যুবতীরাও আক্রান্ত হয়েছেন। তাঁদেরও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

চিনের উহান থেকে গত ডিসেম্বরে করোনাভাইরাসের মহামারী শুরু হয়। গত ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে সেখানে নতুন করে কেউ আক্রান্ত হননি। অর্থাৎ সেখানে কোভিড-১৯ কে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হু প্রধান এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “উহানকে দেখে আমরা ভরসা পাচ্ছি। তার মানে পরিস্থিতি যতই খারাপ হোক, তা নিয়ন্ত্রণে আনা যায়।”

সম্পর্কিত খবর