এবার রাজ্যপালের কাছে রিপোর্ট তলব শাহের!

বাংলা হান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল বঙ্গ রাজনীতির পারদ। ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যকে জোড়া চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। প্রথম চিঠির জবাব না পেয়ে দ্বিতীয় চিঠি পাঠায় সরাষ্ট্র মন্ত্রক। সাথে সাথেই আজই নবান্নে এসেছে চার প্রতিনিধির কেন্দ্রীয় দল। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট তলব করল রাজ্যপালের কাছে।

   

রাজ্যপাল জগদীপ ধনকর এ রাজ্যের সাংবিধানিক প্রধান। আর সেই কারণেই তার থেকে স্বরাষ্ট্রমন্ত্রক তরফে জানতে চাওয়া হয়, বাংলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক কি? তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাটি আজ ঘটে মেদিনীপুরে। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরনের কনভয়কে ঘিরে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ তৃণমূলের পার্টি অফিস থেকে লোকজন বেরিয়ে এসে গাড়ির ওপর হামলা চালায়। মন্ত্রীর কোন আঘাত না লাগলেও আহত হয়েছেন তিনজন সাংবাদিক। বর্তমানে তাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন এই হামলাকে কেন্দ্র করেও স্বাভাবিকভাবেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে মমতা সরকারকে।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকার বলেন, যে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা চালানো হয় সেখানে সাধারণ মানুষের কি অবস্থা তা বলাই বাহুল্য। যদিও এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনার সময় কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায় আসছেন কেন?সব মিলিয়ে ভোট পরবর্তী তাপ উত্তাপে বঙ্গে রাজনৈতিক পারদ যে ক্রমশ চড়ছে তা বলাই বাহুল্য। এখন রাজ্যপাল কি রিপোর্ট পাঠান সেদিকেই নজর থাকবে সকলের।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর