বর্ধিত বেতন না পেয়ে পুজোর আগেই বিদ্রোহ ঘোষণা শিক্ষকদের

বাংলা হান্ট ডেস্ক : বর্ধিত বেতন দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছিল শিক্ষা দফতরের তরফ থেকেই৷ এমনকি বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল কিন্তু তার পরেও বাড়েনি বেতন৷ তাই এ বার পথে নামছেন কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ পুজোর আগেই বড়সড় আন্দোলনের কর্মসূচিতে নামতে চলেছেন রাজ্যের কম্পিউটার শিক্ষকদের একাংশ৷ বেতন বাড়ানোর দাবি নিয়ে নিয়োগ সংস্থার কর্মকর্তাদের বাড়ি ঘেরাও আন্দোলনের কর্মসূচিতে নামতে চলেছেন শিক্ষকদের একাংশ৷ কম্পিউটার শিক্ষক সংগঠনের দাবি চলতি বছরের আগস্ট মাসে আইসিটি কম্পিউটার শিক্ষকদের মাসিক বেতন দশ হাজার টাকা করা হলেও সেই নির্দেশ কার্যকরী হয়নি৷

তারই প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কম্পিউটার শিক্ষক সংগঠন ওয়েস্টবেঙ্গল আইসিটি স্কুল কো অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকেই৷ তবে শুধুমাত্র আধিকারিকদের বাড়ি ঘেরাও নয় নিয়োগকারী সংস্থার দফতরগুলি ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা৷ 14 আগস্ট তারিখে কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল৷ পুজোর মুখে বর্ধিত বেতনের কথা শুনে খুশির হাওয়া বইছিল কম্পিউটার শিক্ষকদের৷ কিন্তু সেই আশায় কার্যত জল ঢালার অবস্থা৷ বিজ্ঞপ্তি দিয়েও বেতন বৃদ্ধি করা হয়নি৷ তাই ক্ষোভে ফুঁসছেন কম্পিউটার শিক্ষকরা৷

সম্পর্কিত খবর