শিক্ষক দিবসেই শিক্ষক বিদ্রোহের আচ রাজ্য জুড়ে

অমিত সরকার:

মহামান্য হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে অবিলম্বে গ্র‍্যাজুয়েট টিচারদের জন্য নির্ধারিত ট্রেনড গ্র‍্যাজুয়েট টিচারস স্কেল চালু করা,ও গভঃ এইডেড/স্পনসর ড স্কুলের টিচারদের কেরিয়ার এডভ্যান্সমেন্ট স্কিম এর আওতাভুক্ত করার দাবীতে একগুচ্ছ প্রতিবাদ কর্মসুচী নেওয়ার পরিকল্পনা করেছে বৃহত্তর গ্র‍্যাজুয়েট টিচারস এসোসিয়েশান সংক্ষেপে বিজিটিএ। ঐ দিন স্কুলের অনুষ্ঠানের আগে ও পরে কালো ব্যাজ পরে প্রতীকী বিক্ষোভ দেখাবেন তারা।

IMG 20190902 WA0048

প্রসঙ্গত গত ৩০ শে আগষ্ট কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে এই একই দাবীতে প্রায় কুড়ি হাজার গ্র‍্যাজুয়েট /মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মহা মিছিল বের করে বিজিটিএ। মিছিল শেষ হয় রানী রাসমনি এভিনিউ তে।

সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন, সরকার আমাদের দুর্বল ভাবলে ভুল করবেন। প্রতিটি জেলার বিজিটিএ ‘র গ্র‍্যাজুয়েট শিক্ষক শিক্ষিকা রা ক্ষুব্ধ।আগামী ৫ ই সেপ্টেম্বর তারা বিক্ষোভ প্রদর্শন করবেন।আগামীদিনে ন্যায্য পাওনা না পেলে সারা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

সম্পর্কিত খবর