বেতন কেটে স্কুলবন্দী প্রধান শিক্ষক

বেতন কেটে নেওয়ার জন্য প্রধান শিক্ষককে আটকে রাকা হলো স্কুলে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি হাই স্কুলে । আর এই স্কুলে শিক্ষক বিদ্রোহের ঘটনা ঘিড়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক।ধূপগুরি হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থ ঘোষের অভিযোগ, তাঁর বেতন থেকে ২৫ হাজার টাকা কাটা হয়েছে।তিনি পদার্থ বিজ্ঞানের শিক্ষক,  দু’দিন আগে ব্যাঙ্কের ম্যাসেজ পান, তাঁর বেতন খাতা থেকে ওভার ড্রো করা হয়েছে ২৫ হাজার টাকা।

প্রথমে তিনি বুঝতে পারেননি। পরে ব্যাঙ্কে খোঁজ করার পর জানতে পারেন, বেতন থেকে কাটা হয়েছে।কিন্তু বেতন কেটে নেওয়ার কারন  জানতে চাওয়ায় সেই বিষয়ে প্রধান শিক্ষক কিছুই জানাতে রাজি হননি বলে অভিযোগ। এর পর গোটা বিষয়টি অন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের জানান পার্থবাবু। পরে অন্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা যৌথভাবে বেতন কাটার বিষয়টি জানতে চান।কিন্তু, প্রধান শিক্ষক অশোক মজুমদার এই নিয়ে কথা বলতে রাজি হয়নি।

 

SKL

 

 

 

 

পরের দিকে তিনি শিক্ষকদের জানান, তিনি এই প্রশ্নের জবাব দু’দিন পর লিখিত আকারে জানাবেন। কিন্তু, অন্য শিক্ষকরা তা মানতে চাননি। আর এরপরেই পরিস্থিতি বেগতিক হয়।  প্রধান শিক্ষককে ঘরের মধ্যে বন্দি করে দরজার সামনে বসে বিক্ষোভ দেখান শিক্ষকরা। তারা প্রধান শিক্ষককে বাথরুম পর্জন্ত যেতে দেন নি। এখানেই শেষ নয় পরিস্থিতি বেগতিক দেখে বিপদে পড়েন শিক্ষকরাপ্রধান শিক্ষক অশোক মজুমদার।

তারপর সন্ধ্যে বেলা অব্দি এই বিক্ষোভ চলতে থাকে । অনেক পরে প্রধান শিক্ষক ঘেরাও মুক্ত হন। সব নিয়ে একটা বাজে পরিস্থিতির আভাস তইরি হয়। এর আগেও অনেক স্কুলে এরকম পরিস্থিতি দেখে অনেকে অবাক হয়েছেন। তবে রাজ্যের শিক্ষকদের ওপর বারবার এরকম কেন করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক মহলে। কেন বা তাদের টাকা দেওয়া হবে না বা নিলেও তার কারন বলা হবে না সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

 

সম্পর্কিত খবর