ঘোষিত হল সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ২৬ সদস্যের বেঙ্গল দল

বাংলা হান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়েই করোনা পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেটের সূচনা করতে চলেছে বিসিসিআই। আর তাই এই টুর্নামেন্ট সুষ্ঠ ভাবে আয়োজন করতে মরিয়া বিসিসিআই কারন সকলের নজর থাকবে এই টুর্নামেন্টের দিকে।

ইতিমধ্যে সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য 26 সদস্যের বেঙ্গল দল ঘোষিত হয়েছে। এই সম্ভাব্য দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার, তারা হলেন শুভম সরকার, মহম্মদ কাইফ, সন্দীপন দাস, শুভঙ্কর বল। তবে এবার বেঙ্গল দলে সুযোগ পাননি অভিষেক রমনের মত সিনিয়র ক্রিকেটার। এছাড়াও টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে ভালো পারফরম্যান্স করার সত্ত্বেও দলে জায়গা হয়নি প্রদীপ্ত প্রামাণিকের।

তবে দল ঘোষিত হলেও এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে কে বাংলা দলের অধিনায়কত্ব করবেন সে ব্যাপারে কিছু জানানো হয়নি। যেহেতু টিটোয়েন্টি চ্যালেঞ্জ কাপে হতাশাজনক পারফরম্যান্স করেছেন দলের নিয়মিত অধিনায়ক অভিমন্যূ ঈশ্বরন, তাই মনে করা হচ্ছে এবার বেঙ্গল দলের অধিনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অনুপুষ্ট মজুমদারকে।

195843024fb5d24a5fe64dcea9d1b2d3d87dadfc21322c7ec731607f9a396b5b796817876

সৈয়দ মোস্তাক আলী টুর্নামেন্টে বেঙ্গল দল:
অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারি, সুদীপ্ত চট্টোপাধ্যায়, অনুপুষ্ট মজুমদার, ঈশান পোড়েল, শ্রীবৎস গোস্বামী, শুভম চট্টোপাধ্যায়, বিবেক সিংহ, ঋত্বিক রায়চৌধুরী, কাজী জুনেদ সইকি, আকাশ দীপ, অর্ণব নন্দী, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, বিবেক সিংহ, সুদীপ ঘরামি, অভিষেক দাস, রবি কান্ত, সুজিত যাদব, মহম্মদ কাইফ, সন্দীপন দাস, ঋত্বিক চট্টোপাধ্যায়, শুভম দাস, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, কাইফ আহমেদ, প্রয়াস রাম বর্মণ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর