বাংলাদেশের বিরুদ্ধে শুরু যুদ্ধের প্রস্তুতি! চেন্নাই পৌঁছল টিম ইন্ডিয়া, শুরু হল অনুশীলন

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের (India-Bangladesh Test Series) কাউন্টডাউন। শুধু তাই নয়, ইতিমধ্যেই অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ১৩ সেপ্টেম্বর চেন্নাই পৌঁছেছে। ভারতকে চেন্নাইতে প্রথম টেস্ট খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। দুই দলের মধ্যে এই ম্যাচ সম্পন্ন হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। এদিকে, এই সিরিজে দীর্ঘদিন পর মাঠে নামবেন টিম ইন্ডিয়ার অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিরাট কোহলিও লন্ডন থেকে ভারতে ফিরেছেন। এছাড়া বোলিং কোচ মরনে মরকেলকেও দেখা গেছে টিম মিটিংয়ে। অর্থাৎ, বর্তমানে টিম ইন্ডিয়ার টেস্ট সিরিজের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে।

পুরোদমে চলছে টেস্ট সিরিজের (India-Bangladesh Test Series) প্রস্তুতি:

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দু’টি টেস্ট ম্যাচের সিরিজ: জানিয়ে রাখি যে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশের মধ্যে দুই টেস্টের সিরিজ (India-Bangladesh Test Series)। পাঁচ মাস আগে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। এরপর ভারতীয় দল ক্রমাগত সীমিত ওভারের ক্রিকেট খেলছে। এমন পরিস্থিতিতে, বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টিম ইন্ডিয়া। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি পাকিস্তানকে বাজেভাবে হারিয়েছে বাংলাদেশ।

Team India reached Chennai for India-Bangladesh Test Series.

গৌতম গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়ার প্রথম টেস্ট: রাহুল দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়া গৌতম গম্ভীরের নেতৃত্বে এটাই হবে প্রথম টেস্ট সিরিজ (India-Bangladesh Test Series)। এদিন, অনুশীলন শুরুর আগে কোচ গৌতম গম্ভীর প্রথমে সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন। সেই সময়ে সহকারী কোচ অভিষেক নায়ারও টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং কোচিং স্টাফদের ব্রিফ করেন। টিম ইন্ডিয়ার প্রায় সমস্ত নতুন সাপোর্ট স্টাফদের জন্য এটাই হবে টেস্ট ম্যাচের প্রথম চ্যালেঞ্জ।

আরও পড়ুন: বিপদে পড়েছে প্রতিবেশী মলদ্বীপ, বিবাদ ভুলে সাহায্য করতে প্রস্তুত ভারত! সামনে এল বড় আপডেট

টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত মরনে মরকেল: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মরনে মরকেল বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়াতে। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যুক্ত ছিলেন না মরকেল। এমন পরিস্থিতিতে, বোলিং বিভাগে নতুন সূচনা করতে পুরোপুরি প্রস্তুত মরকেলের নেতৃত্বাধীন ভারতীয় দল।

আরও পড়ুন: তৈরি হল নজির! এবার “অল টাইম হাই”-তে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, চমকে দেবে পরিসংখ্যান

কিছু খেলোয়াড় পরে দলে যোগ দেবেন: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের (India-Bangladesh Test Series) জন্য কিছু খেলোয়াড় পরে টিম ইন্ডিয়াতে যোগ দেবেন বলেও জানা গিয়েছে। সরফরাজ খানের মতো খেলোয়াড়রা বর্তমানে দলীপ ট্রফিতে খেলছেন এবং টেস্ট সিরিজের জন্যও তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। তবে, দলীপ ট্রফিতে খেলা ঋষভ পন্থ ইতিমধ্যেই টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে যুক্ত হয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর