আর পাত্তা পাচ্ছেন না আফ্রিদি বা স্টার্ক! এই অবিশ্বাস্য কাণ্ড করে এখন বিশ্বসেরা ভারতের সিরাজ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক মাস ধরে ভারতীয় দল (Indian Cricket Team) ওডিআই ফরম্যাটে খুব একটা ভালো ছন্দে ছিল না। গত বছরের শেষ দিকে বাংলাদেশের কাছে ওডিআই সিরিজ হার তারপর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজ খুঁইয়ে চাপে ছিলেন রোহিত শর্মারা। তো সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপ জয় ভারতের আত্মবিশ্বাস কিছুটা ফিরিয়ে এনেছে। আর সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল মহম্মদ সিরাজ (Md. Siraj)।

ভারতের এই ফাস্ট বোলার গত এক বছর ধরে ভালো ছন্দে রয়েছেন সব ফরম্যাটে। অথচ তার আগে তাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। নিন্দুকরা মনে করতেন না যে সীমিত ওভারের ক্রিকেটে তিনি সফল হতে পারবেন। কিন্তু তাদেরকে জবাব দিয়ে দিনের পর দিন ধারাবাহিকভাবে পারফরম্যান্সের মধ্য দিয়ে এখন সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছেন।

   

siraj ac final

গত বছর এই সময় তিনি ওডিআই ফরম্যাটে বোলারদের ক্রমতালিকায় ছিলেন ৭২ তম স্থানে। কিন্তু গতবছর ভারতের প্রধান ফাস্ট বোলাররা টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে ধারাবাহিকভাবে সিরাজ ওডিআই ফরম্যাটে খেলার সুযোগ পান এবং নিজেকে যোগ্য প্রমাণ করেন নতুন বল হাতে। এখন তার জন্য তারকা ফাস্ট বোলার মহম্মদ শামিকেও বসিয়ে রাখতে দ্বিধা করছেন না রোহিত।

আরও পড়ুন: রোহিত ও BCCI-এর এই একটা বাজে গুণ ভোগাবে ভারতীয় দলকে! সতর্ক করছেন ভক্তরাও

গত বছর এই সময় ৭২ তম র‍্যাঙ্কিংয়ে থাকা সিরাজ আজ উঠে এসেছেন ওডিআই বোলারদের তালিকায় এক নম্বর স্থানে। পেছনে ফেলে দিয়েছেন মিচেল স্টার্ক, শাহীন আফ্রিদির মতো তারকাদের। বিশ্বকাপের আগে এই খবর খুশি করেছে ভারতীয় ভক্তদের।

আরও পড়ুন: ভারতের জন্য খারাপ খবর! আফ্রিদির দ্বিতীয় বিয়ের মধ্যে দিয়ে একতা ফিরলো পাকিস্তান দলে

এশিয়া কাপ ফাইনালে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। ওই টুর্নামেন্টে তিনি মোট ১০ টি উইকেট নিয়েছিলেন। নতুন বল হাতে উইকেট নেওয়ার বিষয়ে তিনি গত এক বছরে বিশ্বের বাকি তারকা ফাস্ট বোলারদের পেছনে ফেলে দিয়েছেন। বিশ্বকাপেও তিনি নিজের ছন্দ বজায় রাখবেন এমনটাই আশা করবে ক্রিকেটপ্রেমীরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর